মেসির ফ্রি কিক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ লিভারপুল কোচ ক্লপ

মেসির ফ্রি কিক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ লিভারপুল কোচ ক্লপ

স্পোর্টস ডেস্কঃ লিভারপুলের বিরুদ্ধে ০-৩ গোল জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল লিওনেল মেসির। দল হারলেও দলের পারফরম্যান্সে বেশ খুশি কোচ জুরগেন ক্লপ।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার জার্সি গায়ে ৬০০ তম গোলটি করলেন লিওনেল মেসি। দীর্ঘ ১৪ বছরের বার্সার ক্যারিয়ারে তিনি একের পর এক খেতাব জেতানোর পাশাপাশি একাধিক রেকর্ডও তৈরি করেছেন তিনি। তবে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন লিভারপুল কোচ ক্লপ।

ক্লপ জানান যে ” সেই মুহূর্তে মেসিকে আটকানো এক কথায় অসম্ভব ব্যাপার, আমাদের পক্ষে সম্ভব হতনা সেই ফ্রি কিক আটকানোর, কি দারুন স্ট্রাইক”।

“মেসির দ্বিতীয় গোলটি ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম সুন্দর গোল”, সেই মুহূর্তে তাঁর স্কিল ছিল দেখার মতো, এবং আমরা খুশি বার্সার মতো দলকে এইভাবে ডিফেন্ড করতে পেরে”। “আমি বার্সেলোনার একজন খুব বড় ভক্ত, যেমন সকলে হয়ে থাকে, তবে আমার ছেলেরা তাদেরকে দেখিয়েছে যে তারাও কিছু কম নয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *