May 3, 2019

ফের এটিকের দায়িত্বে হাবাস

স্পোর্টস ডেস্কঃ অ্যান্টনি লোপেজ হাবাস ফের আই এস এলে এটিকের কোচের দায়িত্বে। প্রথম বছর কোচের দায়িত্ব নিয়ে হাবাস চ্যাম্পিয়ন করেছিলেন এটিকেকে। কিন্তু তারপরই কর্তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় দল ছাড়েন হাবাস। হাবাস দায়িত্ব ছাড়ার পরই এটিকের পারফরম্যান্স শেষ দুবছর ছিল তলানিতে। হাবাসের পরিবর্তে যারা এটিকের কোচের দায়িত্বে ছিলেন তারা দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ। তাই নতুন মরশুমে এটিকে কর্তারা ফের কোচের দায়িত্ব তুলে দিলেন স্প্যানিস কোচ হাবাসের হাতে। কলকাতার দায়িত্ব পেয়ে বেশ

মহমেডানের দায়িত্ব পেয়ে স্বপ্ন সফল সুব্রতর

স্পোর্টস ডেস্কঃ নতুন মরশুমে মহমেডানের কোচের দায়িত্বে প্রাক্তন ফুটবলার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। খেলোয়াড় জীবনে বেশ কয়েকবার সাদাকালো জার্সি গায়ে খেলার প্রস্তাব এলেও তিনি কখনও রাজি হননি। আসলে টানা মোহনবাগানে ক্লাবে খেলার জন্য কখনও ক্লাব ছাড়ার কথা ভাবেননি ময়দানের বাব্লু। কোচ হিসাবে মোহনবাগানকে দুবার আইলিগে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ফেড কাপে চ্যাম্পিয়ন করেছিলেন সুব্রত। শুধু মোহনবাগান নয় কোচ হিসাবে ইস্টবেঙ্গলকে ফেডারেশান কাপে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে তাঁর। এবারই প্রথম কোচ হিসাবে মহমেডানের

মেসির ফ্রি কিক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ লিভারপুল কোচ ক্লপ

স্পোর্টস ডেস্কঃ লিভারপুলের বিরুদ্ধে ০-৩ গোল জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল লিওনেল মেসির। দল হারলেও দলের পারফরম্যান্সে বেশ খুশি কোচ জুরগেন ক্লপ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার জার্সি গায়ে ৬০০ তম গোলটি করলেন লিওনেল মেসি। দীর্ঘ ১৪ বছরের বার্সার ক্যারিয়ারে তিনি একের পর এক খেতাব জেতানোর পাশাপাশি একাধিক রেকর্ডও তৈরি করেছেন তিনি। তবে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন লিভারপুল কোচ ক্লপ। ক্লপ জানান যে ” সেই মুহূর্তে মেসিকে আটকানো এক কথায় অসম্ভব ব্যাপার,