ফের এটিকের দায়িত্বে হাবাস
স্পোর্টস ডেস্কঃ অ্যান্টনি লোপেজ হাবাস ফের আই এস এলে এটিকের কোচের দায়িত্বে। প্রথম বছর কোচের দায়িত্ব নিয়ে হাবাস চ্যাম্পিয়ন করেছিলেন এটিকেকে। কিন্তু তারপরই কর্তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় দল ছাড়েন হাবাস। হাবাস দায়িত্ব ছাড়ার পরই এটিকের পারফরম্যান্স শেষ দুবছর ছিল তলানিতে। হাবাসের পরিবর্তে যারা এটিকের কোচের দায়িত্বে ছিলেন তারা দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ। তাই নতুন মরশুমে এটিকে কর্তারা ফের কোচের দায়িত্ব তুলে দিলেন স্প্যানিস কোচ হাবাসের হাতে। কলকাতার দায়িত্ব পেয়ে বেশ