April 2019

টিকিট নিয়ে টানাপড়েন বার্সেলোনা-লিভারপুলের

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা-লিভারপুল। সেমিফাইনালে এই দ্বৈরথের যুদ্ধ দেখতে ইতিমধ্যেই তোরজোড় শুরু হল গোটা ফুটবল মহলের। কারন এই দুই দলের টক্কর হবে সমানে সমানে। সেমিফাইনালেই যে ফাইনালের স্বাদ পাওয়া যাবে তা আগেই আঁচ করতে পারছে গোটা ফুটবল বিশ্ব। অন্যদিকে লিভারপুলের দুই প্রাক্তন ফুটবলারকে নিয়েই ছক কষছে বার্সেলোনা। দুই ঢাল কৌতিনহো এবং সুয়ারেজকে যে লিভারপুলের বিরুদ্ধে যে প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করবে তা বলাই বাহুল্য। তারকা ফুটবলার

লিভারপুলের মুখোমুখি বার্সেলোনা। কে জিতবে? কি বলছে স্ট্যাটিস্টিক

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে পোর্টোর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ৪-০ গোলে জয় পেলেও স্বস্তি নেই জুরগেন ক্লপের। কারন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। অন্যদিকে চলতি মরশুমে দুরন্ত ফর্মে বার্সেলোনা। পাশাপাশি মেসি ফর্ম থাকায় একাধিক দলের বিরুদ্ধে সহজ জয় পাচ্ছে বার্সেলোনা। তবে লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে হবে তাদের। ফলে বেশ চাপে তারাও। এখনও পর্যন্ত ইউরো কাপে ২০০১-০২ থেকে ৪ বার বার্সেলোনা-লিভারপুল মুখোমুখি হয়েছে। যার মধ্যে বার্সেলোনা ২ বার জয়

পুরনো ক্লাবে ফিরছেন রোনাল্ডো?

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শেষ জুভেন্তাসের। আয়াক্সের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে ড্র করলেও দ্বিতীয় লেগের ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ জুভেন্তাসের। আর তাতেই বেশ আঘাত পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কারন শেষ ৯ মরশুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রতি মরশুমেই তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিনাল খেলেছেন। আর এই মরশুমে আয়াক্সের কাছে হারতেই বেশ খানিকটা চাপে সি আর সেভেন। আগের ম্যাচে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হেরেই হয়ত চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ করত জুভেন্তাস।

শুরু হল সর্ব ভারতীয় ব্রিজ প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্কঃ জমকালো সুরে রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধন হলো দ্বিতীয় সংস্করণ শ্রী সিমেন্ট সর্বভারতীয় ব্রীজ প্রতিযোগিতার। এদিন প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রের অর্ধিকতা মনমীত গোয়েন্ডি, শ্রী সিমেন্ট সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এইচ এম বাঙ্গুর, সর্বভারতীয় ব্রীজ সংস্থার কর্তা আনন্দ সাওয়ান্ত ও আয়োজক কপোরেট ব্রীজ সংস্থার সম্পাদক দেবাশিস রায়। দেশের বিভিন্ন প্রান্তের ৭২ টি দল অংশগ্রহণ করছে দলগত বিভাগের খেলায় । প্রথম দিনে শুধুমাত্র দলগত বিভাগের একাধিক রাউন্ড

দায়বালাকে বিক্রির কথা ভাবছে জুভেন্তাস

স্পোর্টস ডেস্কঃ আয়াক্সের কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ জুভেন্তাসের। প্রথম পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল জুভেন্তাস। ফলে দ্বিতীয় ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হল তাদের। তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের যাত্রা শেষ হলেও ঘরোয়া লিগে নিজেদের চ্যাম্পিয়ন করার পাশাপাশি কোপা তেও চ্যাম্পিয়ন হতে বদ্ধ পরিকর তারা। তাই এখন থেকেই দল গোছাতে শুরু করল জুভেন্তাস। লিভারপুল ফুটবলার মহম্মদ সালাহ কিনতে তারা আর্জেন্টাইন ফুটবলার পাউলো দায়বালাকে বেচতে চায়

কে কে আরের বিরুদ্ধে জয়ই লক্ষ্য কোহলির

স্পোর্টস ডেস্কঃ আট ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করে নক আউট দৌড়ে থাকলেও শেষ তিনটি ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হার হয়েছে ঘরের মাঠ ইডেনে। দিল্লী ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও শুক্রবার ইডেনে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরতে চান কে কে আর অধিনায়ক দীনেশ কার্ত্তিক। প্রথম পর্বে বেঙ্গালুরু মাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জয় পেয়েছিল দুবারের চ্যাম্পিয়ন নাইটরা। আট ম্যাচে একটিতে জয় পেলেও বেঙ্গালুরু রয়্যাল

জুভেন্তাস ছাড়ছেন রোনাল্ডো?

স্পোর্টস ডেস্কঃ প্রথম পর্বের ম্যাচে ড্র করলেও দ্বিতীয় পর্বের ম্যাচে আয়াক্সের কাছে হারতে হয় জুভেন্তাসকে। আর আয়াক্সের কাছে হেরে মাঠেই কাঁদতে দেখা যায় পোর্টুগিস তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। শেষ মরশুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর জুভেন্তাসে যোগ দিয়েই একাধিক ম্যাচে সহজ জয় এনেদেন তিনি। চলতি মরশুমে জুভেন্তাসের জার্সি গায়ে ১৯ গোলের পাশাপাশি ৯ টি আসিস্ট ও করেন তিনি। বর্তমানে পয়েন্ট সংখ্যার বিচারে ঘরোয়া লিগে শীর্ষ স্থানে তারা।

বার্সেলোনার জার্সি গায়ে নতুন মাইল স্টোনের সামনে মেসি

স্পোর্টস ডেস্কঃ চলতি মরশুমে ইতিমধ্যেই ৪৫ গোল করে ফেলেছেন লিওনেল মেসি। লা লিগাতে ৩৩ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করেছেন তিনি। এবং লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও তিনিই সর্বচ্চ গোল স্কোরার। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেছেন এল এম টেন। আর জোড়া গোল করেই নতুন মাইল স্টোনের সামনে আর্জেন্টাইন অধিনায়ক। বার্সেলোনার জার্সি গায়ে ইতিমধ্যেই ৫৯৭ টি গোল করেছেন লিওনেল মেসি। আর মাত্র তিন

ইংল্যান্ডের এই তারকা ফুটবলারকে কিনতে আগ্রহী বার্সেলোনা

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেয়ে সেমিফাইনালে পৌছেছে বার্সেলোনা। ম্যান ইউ এর ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জয় পেয়ছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সার ঘরের মাঠে ৩-০ গোলে জয় পায় সুয়ারেজ, মেসিরা। দুই পর্বের ম্যাচেই গোললেস ভাবে হারতে হয় ম্যান ইউকে। তবে ম্যান ইউ গোললেস ভাবে হারলেও রাশফোর্ডের পারফরম্যান্স বেশ নজর কেড়েছে বার্সা কতৃপক্ষের। ইংল্যান্ডের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের মতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর রাশফোর্ডকে কিনতে

ব্র্যান্ডন নন অধিনায়ক বোরহা, ঘোষণা ইস্টবেঙ্গল কোচের

স্পোর্টস ডেস্কঃ সামনে কোনও টুর্নামেন্ট নেই। তাই ইস্টবেঙ্গলের অনুশীলন বন্ধ হয়ে গেল। বুধবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডেই এবছরের মতো অনুশীলন শেষ করে দিলেন লালহলুদ কোচ আলেসান্দ্র। তবে শেষ দিনে অনুশীলনের শেষে বিতর্কে জড়িয়ে পড়লেন ইস্টবেঙ্গলের স্প্যানিস কোচ আলেসান্দ্র। তিনি জানিয়ে দিলেন আগামি মরশুমে দলের অধিনায়কত্ব করবেন বোরা ফারনান্ডেজ। অথচ সোমবার পয়লা বৈশাখের দিন বার পুজো অনুষ্ঠানে লালহলুদ কর্তারা অধিনায়ক হিসাবে নাম ঘোষণা করেছিলেন ব্র্যান্ডনের। ক্লাবের চিরাচরিত প্রথা অনুযায়ী সিনিয়র ফুটবলার হিসাবে ব্র্যান্ডনেরই