April 23, 2019

আসন্ন বিশ্বকাপে বিশ্বজয়ের যোদ্ধারা

বিশ্বদীপ ব্যানার্জি: এক সপ্তাহও পেরোয়নি আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। গোটা দেশ এখন তৃতীয়বারের জন্য বিশ্বজয়ের স্বপ্নে বিভোর। আর এর মধ্যেই একজোড়া নতুন বিতর্কে জেরবার টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক। প্রাক্তন বিশ্বজয়ী মদন লাল থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিন, মাইকেল ভন— অনেকেই ঋষভ পন্থের পরিবর্তে দীনেশ কার্তিকের দলে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে তুলোধুনা করে চলেছেন এমএসকে প্রসাদ সহ তাঁর গোটা দলকে। প্রাক্তন ইংরেজ

২০১৯ এ ব্যালন ডি ওর জিতবে কে? মৌরিনহো জানালেন তাঁর মত

স্পোর্টস ডেস্কঃ চলতি মরশুমে দুরন্ত ফর্মে লিওনেল মেসি। ৩৪ ম্যাচে ৪২ গোল করে ইতিমধ্যেই গোল্ডেন শ্যু জেতার সর্ব প্রথম দাবিদার তিনিই। কারন তাঁর ধারে কাছে আর কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা এম্বেপে ফর্মে থাকলেও বেশ পিছিয়ে রয়েছেন মেসির থেকে। আর চির প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো অনেকটাই পিছিয়ে রয়েছেন মেসি বা এম্বেপের থেকে। গোল্ডেন শ্যু জেতা এক প্রকার নিশ্চিত মেসির। আর ব্যালন ডি ওর জয়ের অন্যতম দাবিদারও এবার এল এম টেন। কারন তাঁর পারফর্মেন্সের

জুভেন্তাসের জার্সি গায়ে নতুন রেকর্ড রোনাল্ডোর

স্পোর্টস ডেস্কঃ রেকর্ড তৈরি করা আর ভাঙা এক্ষণ নিত্য দিনের খেলা রোনাল্ডোর কাছে। চলতি মরশুমে নতুন রেকর্ড স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একমাত্র প্লেয়ার হিসাবে ইউরোপের সেরা ৫ লিগের মধ্যে তিনটি লিগের ট্রফি জিতলেন তিনি। জীবনের শুরুটা পোর্টূগালের এক ক্লাবে করলেও পরবর্তীতে পোর্টূগালের স্পোর্টিং সিপিতে তিনি বেশ কয়েক মরশুম খেলেন। তবে সেভাবে কিছু করতে পারেননি দেশের ক্লাবের জার্সি গায়ে। যদিও সেটা ইউথ ক্যারিয়ারে। ২০০৩ এ তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন। এরপর ২০০৯

সিরিয়া আ লিগে নতুন রেকর্ড জুভেন্তাসের

স্পোর্টস ডেস্কঃ চলতি মরশুমে জুভেন্তাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর জুভেন্তাসে যোগ দিতেই নতুন রেকর্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। প্রথম প্লেয়ার হিসাবে ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে তিন লিগের ট্রফি জিতেছেন তিনি। এই মরশুমে শুধু ইউরোপের তিন লিগের ট্রফিই নয়, জুভেন্তাসের জার্সি গায়ে দেওয়ার পর নতুন রেকর্ড করল তাঁর বর্তমান ক্লাবও। ইউরোপের সেরা ৫ লিগের প্রথম ক্লাব হিসাবে পর পর আটবার ঘরোয়া লিগ খেতাব জিতল জুভেন্তাস। ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ মরশুম পর্যন্ত টানা আটবার

ফেলিক্সকে কিনতে আগ্রহ প্রকাশ জুভেন্তাসের

স্পোর্টস ডেস্কঃ জোয়াও ফেলিক্স। ফুটবল আকাশের এক নতুন নক্ষত্র। চলতি মরশুমে এই নতুন প্লেয়ারকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক মানের ক্লাব। নতুন এই পোর্টূগিস প্লেয়ার ফেলিক্স কিনতে পোর্টূগাল ক্লাব বেনফিকার দ্বারস্থ হয়েছে প্রচুর বড় ক্লাব। তার বড় কারন হল তাঁর পারফরম্যান্স। চলতি মরশুমে বেনফিকার জার্সি গায়ে ২২ ম্যাচে ১৩ টি গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়াও পোর্টূগালের যুব দলের হয়ে তাঁর পারফরমান্স চোখ কেড়েছে ফুটবল জগতের। এবং তাঁর