স্পোর্টস ডেস্কঃ প্রথম পর্বের ম্যাচে ড্র করলেও দ্বিতীয় পর্বের ম্যাচে আয়াক্সের কাছে হারতে হয় জুভেন্তাসকে। আর আয়াক্সের কাছে হেরে মাঠেই কাঁদতে দেখা যায় পোর্টুগিস তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে।
শেষ মরশুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর জুভেন্তাসে যোগ দিয়েই একাধিক ম্যাচে সহজ জয় এনেদেন তিনি। চলতি মরশুমে জুভেন্তাসের জার্সি গায়ে ১৯ গোলের পাশাপাশি ৯ টি আসিস্ট ও করেন তিনি। বর্তমানে পয়েন্ট সংখ্যার বিচারে ঘরোয়া লিগে শীর্ষ স্থানে তারা। এবং দ্বিতীয় স্থানে থাকা নাপোলির থেকে ১৭ পয়েন্ট এ এগিয়ে। ট্রফি ঘরে তোলা তাদের কাছে এখন শুধু সময়ের অপেক্ষা।
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হ্যাট্রিক করে জুভেন্তাসকে শেষ আটে তোলেন রোনাল্ডো। তবে কোয়ার্টার ফাইনালে আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ হয় তাদের। আর তাতেই বেশ ক্ষিপ্ত রোনাল্ডো। কারন গত নয় মরশুম রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছেন তিনি। আর এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি কোপা তে তাদের যাত্রা শেষ। দলের এই পারফরম্যান্স দেখে জুভেন্তাস ছাড়ার কথা ভাবছেন তিনি।
জুভেন্তাসের সাথে তাঁর চুক্তি ২০২২ পর্যন্ত থাকলেও সামনের মরশুমেই তাঁকে জুভেন্তাসে না দেখা যেতে পারে বলে মত একাধিক ফুটবল বিশেষজ্ঞের।