স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেয়ে সেমিফাইনালে পৌছেছে বার্সেলোনা। ম্যান ইউ এর ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জয় পেয়ছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সার ঘরের মাঠে ৩-০ গোলে জয় পায় সুয়ারেজ, মেসিরা।
দুই পর্বের ম্যাচেই গোললেস ভাবে হারতে হয় ম্যান ইউকে। তবে ম্যান ইউ গোললেস ভাবে হারলেও রাশফোর্ডের পারফরম্যান্স বেশ নজর কেড়েছে বার্সা কতৃপক্ষের।
ইংল্যান্ডের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের মতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর রাশফোর্ডকে কিনতে আগ্রহী বার্সেলোনা। এবং ইতিমধ্যেই তাঁর জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের উপর খরচ করতেও রাজি বার্সা কতৃপক্ষ।