স্পোর্টস ডেস্কঃ চলতি মরশুমে ইতিমধ্যেই ৪৫ গোল করে ফেলেছেন লিওনেল মেসি। লা লিগাতে ৩৩ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করেছেন তিনি। এবং লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও তিনিই সর্বচ্চ গোল স্কোরার।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেছেন এল এম টেন। আর জোড়া গোল করেই নতুন মাইল স্টোনের সামনে আর্জেন্টাইন অধিনায়ক। বার্সেলোনার জার্সি গায়ে ইতিমধ্যেই ৫৯৭ টি গোল করেছেন লিওনেল মেসি। আর মাত্র তিন গোল করলেই ৬০০ গোলের গণ্ডি টপকাবেন তিনি। যদিও বার্সেলোনার বি এবং সি দলের হয়ে গোল হিসাব করলে ৬০০ এর বেশি গোল ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি।
চলতি মরশুমে এখনও ৯ ম্যাচ বাকি রয়েছে বার্সেলোনার। ফলে তিনি ৬০০ গোলের গণ্ডি টপকানোর পাশাপাশি এই মরশুমে নতুন রেকর্ডও গড়বেন তিনি। তবে এই মরশুমে তিনি নতুন ফলক ছুঁলেও ২০১১-১২ মরশুমে মেসি যে স্কোর গড়েছিলেন তা ভাঙা বেশ চাপের ব্যাপার। ২০১১-১২ মরশুমে তিনি ৭৩ গোল করেছিলেন বার্সেলোনার।
২০০৪-০৫ –১
২০০৫-০৬–৮
২০০৬-০৭–১৭
২০০৭-০৮–১৬
২০০৮-০৯– ৩৮
২০০৯-১০–৪৭
২০১০-১১–৫৩
২০১১-১২–৭৩
২০১২-১৩–৬০
২০১৩-১৪–৪১
২০১৪-১৫–৫৮
২০১৫-১৬–৪১
২০১৬-১৭–৫৪
২০১৭-১৮– ৪৫
২০১৮-১৯–৪৫ (এখনও কমপক্ষে ৯ ম্যাচ বাকি)