স্পোর্টস ডেস্কঃ গোল্ডেন শ্যু জেতার দৌড়ে সকলকে পেছনে ফেলে ইতিমধেই অনেকটা এগিয়ে গেছেন লিওনেল মেসি। শেষ ম্যাচে হুয়েস্কার বিরুদ্ধে মাঠে নামেননি এল এম টেন। চোট থাকার কারনেই এক ম্যাচে মেসিকে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ আরনেস্তো ভাল্ভারদে।
এক ম্যাচে না খেললেও চলতি মরশুমে মেসির পারফরম্যান্স চোখ কেড়েছে গোটা ফুটবল মহলের। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগে মেসির পারফরম্যান্সের উপর ভর করেই এগিয়ে চলেছে বার্সেলোনা।
ইতিমধ্যেই বার্সার জার্সি গায়ে লা লিগাতে তিনি ৩৩ গোল করেছেন। ফলে গোল্ডেন শ্যু জেতার দৌড়ে বেশ অনেকটাই এগিয়ে দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ন এম্বেপের থেকে। সোজা কথায় বলতে গেলে গোল্ডেন শ্যু হাতে তোলা তাঁর কাছে এখন শুধু সময়ের অপেক্ষা।
পয়েন্টের বিচারে প্রথম ১১
লিওনেল মেসি- ৬৬
কিলিয়ন এম্বেপে- ৫৪
ফাবিও- ৪৪
ক্রিজিস্তফ- ৪২
রবার্ট ল্যাওয়ন্দস্কি- ৪২
দুভান- ৪০
লুইস সুয়ারেজ-৪০
এম্বে দিয়াগ্নে- ৩৯
লুক দে জংগ- ৩৯
আগুয়েরো- ৩৮
মহঃ সালাহ- ৩৮
দ্বিতীয় স্থানে থাকা এম্বেপের থেকে ১২ পয়েন্ট এগিয়ে মেসি। যদিও মেসির থেকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু ততদিনের মধ্যে এই মরশুম শেষ হয়ে যাবে।