জয়ের সরণীতে ফেরার লড়াই কে কে আরের

জয়ের সরণীতে ফেরার লড়াই কে কে আরের

স্পোর্টস ডেস্কঃ আট ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করে আপাতত চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। নক আউট পর্বে ওঠার দৌড়ে থাকেলও শেষ তিন ম্যাচে হেরে বেশ খানিকটা ব্যাকফুটে দুবারের চ্যাম্পিয়ন কে কে আর। চেন্নাই, দিল্লী, চেন্নাইয়ের কাছে হার শাহরুখ খানের দলের। শেষ তিন ম্যাচের মধ্যে ঘরের মাঠে দুটি ম্যাচে হার নাইটদের।

শুক্রবার ফের ইডেনে খেলতে নামবে কে কে আর। প্রতিপক্ষ বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার। যারা ৮ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করে সবার নীচে রয়েছে। সাত ম্যাচ হারলেও বিরাট কোহলির দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে যথেষ্ট সমীহ করছেন কে কে আর অধিনায়ক দীনেশ কার্ত্তিক আসলে প্রতিপক্ষ দলে রয়েছেন বিরাট কোহলি, দুপ্লেসিসের মতো তারকা ক্রিকেটার। যারা ম্যাচের রং যেকোনো সময় পাল্টে দিতে পারে। যদিও এবারের আই পি এলে খুব একটা ভালো ফর্মে নেই কোহলি এবং দুপ্লেসিস।

চেন্নাইয়ের কাছে হারের পর মঙ্গলবার বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে প্রস্তুতি শুরু করল কে কে আর। প্রথম সাত ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেও আগের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খুব একটা ফর্মে ছিলেননা রাসেল। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে রাসেলই যে বড় ভরসা দীনেশ কার্তিকের তা আর বলার অপেক্ষা রাখেনা। শেষ দুটি ম্যাচ ইডেনের নতুন পিচে খেলতে হয়েছে কে কে আরকে। ম্যাচ হারলেও পিচ নিয়ে কাউকে দোষারোপ করতে রাজি নয় নাইট শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *