পি এস জির হারে অসন্তোষ প্রকাশ এম্বেপের
স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় স্থানে থাকা লিলে লস্কের কাছে বড় ব্যাবধানে হার প্যারিস সেন্ট জার্মেনের। দ্বিতীয় স্থানে থাকা লিলের কাছে ৫-১ ব্যবধানে হারতে হল প্রথম স্থানে থাকা পি এস জিকে। ম্যাচের ৭ মিনিটে থমাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিলে। ১১ মিনিটে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরান জুয়ান বার্নাট। এরপর প্রথমার্ধে আর গোল করতে সক্ষম হয়নি কোনও পক্ষই। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস পেপে। এরপর ৬৫,৭১ এবং