April 15, 2019

পি এস জির হারে অসন্তোষ প্রকাশ এম্বেপের

স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় স্থানে থাকা লিলে লস্কের কাছে বড় ব্যাবধানে হার প্যারিস সেন্ট জার্মেনের। দ্বিতীয় স্থানে থাকা লিলের কাছে ৫-১ ব্যবধানে হারতে হল প্রথম স্থানে থাকা পি এস জিকে। ম্যাচের ৭ মিনিটে থমাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিলে। ১১ মিনিটে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরান জুয়ান বার্নাট। এরপর প্রথমার্ধে আর গোল করতে সক্ষম হয়নি কোনও পক্ষই। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস পেপে। এরপর ৬৫,৭১ এবং

বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা হল সোমবার। বিশ্বকাপের দলে সেরকম কোনও চমক নেই প্রত্যশিত ভাবেই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলেন বিরাট কোহলি। দলের বাকি ১৪ জন ক্রিকেটার হলেন এম এস ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জাস্প্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, জজুবেন্দ্র চাহাল, কুলদ্বিপ যাদব, মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, বিজয় শঙ্কর এবং দীনেশ কার্ত্তিক। বিশ্বকাপ গামি দলে সুযোগ পেলেন না

নতুন রোনাল্ডোকে কিনতে কতটা তৎপর রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্কঃ রোনাল্ডো ক্লাব ছাড়ার পর নতুন ফরওয়ার্ড কেনার জন্য ঝাঁপিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। এডেন হ্যাজার্ড থেকে শুরু করে পল পোগবা, বিভিন্ন নাম উঠে আসছে। পাশাপাশি নতুন ট্যালেন্ট কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। পোর্টুগালের নতুন ট্যালেন্ট জোয়াও ফেলক্সকে দলে নিতে এবার আগ্রহ প্রকাশ করেছিল রিয়াল মাদ্রিদ। এই ১৯ বছর বয়সী পোর্টুগিস প্লেয়ার পোর্টুগালের অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি বেনফিকার জার্সি গায়ে ২০১৬-১৭ মরশুম থেকে খেলছেন। চলতি মরশুমে তিনি ১৫টি গোল করার