April 7, 2019

রাজকীয় পরিবারের অন্দরের কাহিনী নিয়েই বসু পরিবার

সুমিত, কলকাতাঃ বাংলা ছবি আজকাল মানুষ সিনেমা হলে গিয়ে দেখতেই ভুলে গেছে। যদি কোনও বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করি যে আগামিকাল নতুন এক বাংলা ছবি আসছে, যাবি নাকি দেখতে? সটান উত্তর, তুই বাংলা ছবি দেখতে সিনেমা হলে গিয়ে ভিড় বাড়াস? এই যে মানুষের উত্তর বা রুচি বোধ বদলাচ্ছে দিনে দিনে। বা ধরুন অ্যামাজন প্রাইম বা নেট ফিল্কসের যুগে মানুষ সিনেমা হলে গিয়ে সাধারন ছবি দেখতেই চায়না। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পছন্দের তালিকায়