স্পোর্টস ডেস্কঃ ২৮, ২৯ এবং ৩০ তম ম্যাচ। লা লিগার এই তিন ম্যাচে দুরন্ত ফ্রি কিকে গোল করেছেন মেসি। বিশেষত শেষ ম্যাচে ভিলারিয়ালের বিরুদ্ধে দুরন্ত ফ্রি কিকে গোলের পর মেসিকে উত্তেজনার পারদ চোখে পরার মতো। অলি থেকে গলি, পণ্ডিত থেকে পোপ সকলেই পঞ্চমুখ মেসির প্রশংসায়।
ভিলারিয়ালের বিরুদ্ধে ৪-২ ম্যাচের স্কোর, সেই সময় শেষ মিনিটে মেসির ফ্রি কিকে দুরন্ত গোল। আর সেই গোল করার পর অতিরিক্ত সময়ে সুয়ারেজের দুরন্ত শর্টে বার্সেলোনার ড্র করে। আর তারপর থেকেই মেসিকে পঞ্চমুখ গোটা আন্তর্জাতিক ফুটবল মহল।
পোপ ফ্রান্সিস তো বলেই দিলেন “মেসি ইস গুড, বাট ক্যাননট কল্ড গড”। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টের ছড়াছড়ি মেসির নামে।
লা লিগা কতৃপক্ষ তো সোশ্যাল মিডিয়ায় লিখেই ফেললেন যে ফ্রি কিক এখন পেনাল্টি মেসির কাছে। এবং এক ভক্ত জানান যে ” পোপ ফ্রান্সিস ঠিক, মেসি ঈশ্বর নয়, কিন্তু হ্যা ঈশ্বর আছে”।