সুমিত, কলকাতাঃ হামি, বেলাশেষে, প্রাক্তন, পোস্ত, রসগোল্লার মতো একাধিক বাংলা হিট ছবি বাংলার দর্শকদের দিয়েছে উইন্ডোস প্রডাকশান। এবং চেনা গল্পের মধ্যে দিয়েই বাঙালি এক অভূতপূর্ব স্বাদ পেয়েছে তাদের প্রত্যেকটি বাংলা ছবিতে।
৮ মার্চ উইমেন্স ডে তে”মুখার্জি দার বৌ” বাংলা ছবিটি রিলিজ করেছিল । এবং গৌরবের সাথে ২৫ দিন পার করে গেল ছবিটি। তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ছবিটি একাধিক দিন একাধিক জায়গায় রীতিমতো হাউফুল গেছে। আর হাউস্ফুল যাবেই না বা কেন? বলুন তো? প্রত্যেকটা ঘরের নিত্য দিনের বিষয় নিয়ে ছবি। আমার আপনার ঘরের ছবি বললেও কিছু ভুল হবেনা।
উইন্ডোস প্রোডাকশনের ব্যানারে তৈরি ছবিটির মূল বিষয় হল ওমেন এম্পাওয়ারমেন্ট। যেখানে অভিনয় করতে দেখাগেছে ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুশুয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু, বাদশা মৈত্রের ন্যায় অভিনেতাদের। ছবিটি পরিচালনা করেছেন নবাগত পৃথা চক্রবর্তী এবং গল্প লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।
২৫ দিন গৌরবের সাথে পালন করলেও ৫০ দিনের সাকসেসফুল পার্টি করতে চান ছবির প্রধান চরিত্রে থাকা কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তবে ছবির সবচেয়ে ছোট্ট অভিনেতা অ্যাডোলিনা কিন্তু ১০০ দিনের কথা বলেছে।
এই ছবি দর্শকদের এতটাই মনোগ্রাহী হয়েছে যে ওড়িয়া ভাষাতেও ছবি তৈরি করার কথা ভাবছেন ছবির অন্যতম প্রযোজক অক্ষয় কুমার পারিজা। শুধু তাই নয় কিছুদিন আগেই বুক মাই শোয়ের বিচারে “হায়েস্ট গ্রসিং মুভি ইন কলকাতা” এর তকমাও পেয়েছে।