গৌরবের সাথে ২৫ দিন পালন “মুখার্জি দার বৌ”। হাঁফ সেঞ্চুরি করার কথা বললেন কনীনিকা
সুমিত, কলকাতাঃ হামি, বেলাশেষে, প্রাক্তন, পোস্ত, রসগোল্লার মতো একাধিক বাংলা হিট ছবি বাংলার দর্শকদের দিয়েছে উইন্ডোস প্রডাকশান। এবং চেনা গল্পের মধ্যে দিয়েই বাঙালি এক অভূতপূর্ব স্বাদ পেয়েছে তাদের প্রত্যেকটি বাংলা ছবিতে। ৮ মার্চ উইমেন্স ডে তে”মুখার্জি দার বৌ” বাংলা ছবিটি রিলিজ করেছিল । এবং গৌরবের সাথে ২৫ দিন পার করে গেল ছবিটি। তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ছবিটি একাধিক দিন একাধিক জায়গায় রীতিমতো হাউফুল গেছে। আর হাউস্ফুল যাবেই না বা