নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য এমেচার বডি বিল্ডার্স এসোসিয়েশনের উদ্যোগে মধ্য কলকাতার জিমনেসিয়াম ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল 66তম বঙ্গশ্রী 2019। রাজ্যের অন্যতম সেরা এই প্রতিযোগিতায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কোচবিহার, দার্জিলিং এবং হুগলি জেলার 70 জন প্রতিযোগী 6টি ইভেন্টে অংশগ্রহণ করেছিল।
শর্ট হাইট গ্রুপ ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান পান যথাক্রমে মলয় দাস(দক্ষিণ কলকাতা), অভিজিৎ পাখিরা (হুগলি) এবং খুরশিদ আলম(উত্তর 24 পরগনা)। মিডিয়াম হাইট ইভেন্টে সেরা হল দার্জিলিং এর অমৃত মান লিম্বু, দ্বিতীয় হন হুগলির রাজু ঘটক এবং তৃতীয় হন দক্ষিণ 24 পরগনার নাদিম লস্কর।টল গ্ৰুপ ও সুপার টল গ্ৰুপে সেরা হয় যথাক্রমে উত্তর চব্বিশ পরগনা জেলার সংলাপ নাহা ও তপসিয়ার সৌগত নায়েক।
পুরুষদের ফিজিক প্রতিযোগিতার সেরা নির্বাচিত হন দাজিলিং জেলার অমৃত লিম্বু।