স্পোর্টস ডেস্কঃ কাতালুনিয়ন ডার্বি জয় বার্সেলোনার। নেপথ্যে লিওনেল মেসি। এস্প্যানিয়লের বিরুদ্ধে ০-২ গোলে ডার্বি জয় বার্সেলোনার। জয়সূচক গোল দুটি করেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার জার্সি গায়ে ২৫৬ দিন পর মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের পরে মাঠে নেমেও জয় আনতে অক্ষম হন আর্জেন্টাইন তারকা। তবে দেশের জার্সি গায়ে জয় আনতে না পারলেও, ক্লাবের হয়ে খুব সহজেই জয় ছিনিয়ে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এদিন ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও পক্ষই। দ্বিতীয়ার্ধে মেসিকে ট্যাকেল করতে গিয়ে ফাউল করে এস্প্যানিয়ল। ফলে ফ্রি কিক পায় বার্সা। অসাধারন ফ্রি কিকে গোল করে দলকে জয়ের পথে দেখান এল এম টেন। ম্যাচের বয়স তখন ৭১ মিনিট। ঠিক তার ১৮ মিনিট পর ম্যাল্কমের পাসে আবারও তিন কাঠিতে বল জড়ান মেসি।
এদিন ম্যাচ জয়ের পর একটা কথা খুব ভালো করে আরও একাবার স্পষ্ট হয়ে গেল যে মেসি আছে বার্সার জয় আছে। মেসি নেই বার্সার জয় নেই। কারন এ মরশুমে মেসিকে ছাড়া অনেক ম্যাচে হারতে হয়েছে বার্সেলোনাকে। পাশাপাশি ২৯ ম্যাচে ৩১ গোল করে ইউরোপের সেরা গোল দাতার তালিকায় আরও কিছুটা এগিয়ে গেলেন তিনি। ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে নিজেদের স্থান বজিয়ে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ এগিয়ে গেল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৬ পয়েন্ট।