March 31, 2019

সেরা ওড়িশা। ফের ভায়েস প্রেসিডেন্ট হলেন গৌতম গাঙ্গুলি

স্পোর্টস ডেস্কঃ সারা ভারত পূর্ব অঞ্চলিয় বাস্কেটবল টুর্নামেন্টে সেরা হল ওড়িশা। তারা বয়েস ট্রেনিং অ্যাসোসিয়েশানকে হারিয়ে ফাইনালে জয় লাভ করে। জয়ী দলকে নগদ ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা পুরস্কারের পাশাপাশি মিহির মুখোপাধ্যায় মেমোরিয়াল ট্রফি হাতে তুলে দেওয়া হয়। এবং রানার্স আপ দলকে সুকুমার চট্টোপাধ্যায় ট্রফি সহ নগদ ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা তুলে দেওয়া হয়। এবং এরই সাথে গৌতম গাঙ্গুলিকে আবারও পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশানের ভায়েস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এদিনের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন প্রাক্তন বাস্কেটবল

৬৬ তম বডি বিল্ডিং এ কে সেরা হলেন?

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য এমেচার বডি বিল্ডার্স এসোসিয়েশনের উদ্যোগে মধ্য কলকাতার জিমনেসিয়াম ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল 66তম বঙ্গশ্রী 2019। রাজ্যের অন্যতম সেরা এই প্রতিযোগিতায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কোচবিহার, দার্জিলিং এবং হুগলি জেলার 70 জন প্রতিযোগী 6টি ইভেন্টে অংশগ্রহণ করেছিল। শর্ট হাইট গ্রুপ ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান পান যথাক্রমে মলয় দাস(দক্ষিণ কলকাতা), অভিজিৎ পাখিরা (হুগলি) এবং খুরশিদ আলম(উত্তর 24 পরগনা)। মিডিয়াম হাইট ইভেন্টে সেরা হল দার্জিলিং এর অমৃত

মেসির ফ্রি কিকে অবাক কোচ ভাল্ভারদে

স্পোর্টস ডেস্কঃ মেসি শব্দটির সমার্থক শব্দ যদি কিছু থেকে থাকে তাহলে সবার আগে ম্যাজিক শব্দটি স্থান নেবে। ম্যাসি এবং ম্যাজিক শব্দ দুটি যে সমার্থক তা কাতালুনিয়ন ডার্বির পর আরও একবার চোখে আঙুল দিয়ে স্বয়ং প্রমান করলেন এল এম টেন। প্রথমার্ধে গোল না করতে পেরে গোলের জন্য ধুঁকছিল গোটা বার্সা দল। আর দ্বিতীয়ার্ধে ফ্রি কিক পায় বার্সেলোনা। ফ্রি কিকে মেসির অনবদ্য গোল করার পর অবাক বার্সা কোচ ভাল্ভারদে। মেসির অনবদ্য চিপ, গোল

নতুন রেকর্ড গড়ার পথে মেসি

স্পোর্টস ডেস্কঃ নতুন রেকর্ড গড়া মেসির কাছে এখন নিত্য দিনের বিষয়। স্প্যানিস লিগে মেসি যা রেকর্ড তৈরি করে যাচ্ছে তা হয়ত আগামি বেশ কয়েক বছর বললে হয়ত কম বলা হবে, আগামি বেশ কয়েক দশকে তা ভাঙা প্রায় অসম্ভব হয়ে পরবে। কারন লা লিগায় মেসির রেকর্ডের সংখ্যা ইতিমধ্যেই পাহাড় গড়ে ফেলেছে। শেষ দশকের থেকে শুরু করে শেষ শতকের প্রচুর রেকর্ড ভেঙেছেন এল এম টেন। তবে এবার নতুন রেকর্ডের সামনে আর্জেন্টাইন অধিনায়ক। বার্সার

অনবদ্য মেসি। কাতালুনিয়ন ডার্বি জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্কঃ কাতালুনিয়ন ডার্বি জয় বার্সেলোনার। নেপথ্যে লিওনেল মেসি। এস্প্যানিয়লের বিরুদ্ধে ০-২ গোলে ডার্বি জয় বার্সেলোনার। জয়সূচক গোল দুটি করেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে ২৫৬ দিন পর মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের পরে মাঠে নেমেও জয় আনতে অক্ষম হন আর্জেন্টাইন তারকা। তবে দেশের জার্সি গায়ে জয় আনতে না পারলেও, ক্লাবের হয়ে খুব সহজেই জয় ছিনিয়ে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এদিন ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও পক্ষই। দ্বিতীয়ার্ধে মেসিকে ট্যাকেল করতে

ছবির প্রচার থাকলে প্রথম দিনেই সারা ফেলত কিয়া অ্যান্ড কসমস

সুমিত, কলকাতাঃ একসাথে ১৬টি কুকুরের বাচ্চার মৃত দেহ দেখে চমকে উঠেছিল কলকাতা সহ গোটা দেশ। এবং সেটা ঘটেছিল কলকাতা শহরেই। তবে তা এখন অতীত। সেই ব্যপার নিয়ে মানুষকে জিজ্ঞাস করলে সদুত্তর পাওয়া যাবেনা। কে করেছিল এই জঘন্য কাজ? কে ই বা ছিল এর পেছনে? তা এখনও সেভাবে পরিস্কার নয়। এতো গেল বাস্তব জীবনের গল্প। আশা যাক ছবির কথায়। এক বেড়াল খুনের ঘটনা নিয়ে ২৯ মার্চ রিলিজ করল নতুন বাংলা ছবি কিয়া