সিনে দুনিয়ায় নতুন ছবি গুগলি

সিনে দুনিয়ায় নতুন ছবি গুগলি

সুমিত, কলকাতাঃ গুগলি শব্দটা শুনলে সবার আগে যে শব্দটা মাথায় আসে তা হল ক্রিকেট। কারন ক্রিকেট দুনিয়ায় বোলারদের সঙ্গে ব্যাপারটা অনেক পরিচিত। তবে এ তো গেল খেল দুনিয়ার কথা। সিনে দুনিয়ায় এই শব্দের নতুন ভাবে অর্থ বোঝালেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। নতুন ছবি গুগলি। অভিনয়ে সোহম এবং শ্রাবন্তি।

গুগলি মূলত দুই নেগেটিভকে একসাথে পসিটিভ করার গল্প। যেখানে দুই ছেলে মেয়ের কথা বলার সমস্যাকে নিয়ে তৈরি করা হয়েছে এই ছবি। ছবিতে শ্রাবন্তিকে অনেক পরিনত। সোহমের অভিনয় আশা করা যায় মনোগ্রাহী হবে দর্শকের। ছবির প্রধান চরিত্রে থাকা সোহম এবং শ্রাবন্তি দুজনেই তোতলার চরিত্রে অভিনয় করেছেন। তাদের বিয়ের পর সন্তান নেওয়া নিয়ে পিছু হটেন। কারন তাদের সন্তানও তোতলা হতে পারে। এই নিয়েই শুরু ছবি। তাদের মধ্যে এই নিয়েই দূরত্ব তৈরি হয়। এবং পরে আবার মিল। ছবির পার্শ্ব চরিত্রে রয়েছেন কাঞ্চন মল্লিক এবং মানসী সিনহার মতো অভিনেতা অভিনেত্রীরা।

চলতি ধারা এবং বাস্তবের সাথে মিল রেখেই ছবি তৈরি করতে চেয়েছেন পরিচালক। তবে ছবির সময়সীমা একটু কম হলেই ভালো হত। এবং এই ছবি কিন্তু বিনোদনে ভরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *