March 30, 2019

সিনে দুনিয়ায় নতুন ছবি গুগলি

সুমিত, কলকাতাঃ গুগলি শব্দটা শুনলে সবার আগে যে শব্দটা মাথায় আসে তা হল ক্রিকেট। কারন ক্রিকেট দুনিয়ায় বোলারদের সঙ্গে ব্যাপারটা অনেক পরিচিত। তবে এ তো গেল খেল দুনিয়ার কথা। সিনে দুনিয়ায় এই শব্দের নতুন ভাবে অর্থ বোঝালেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। নতুন ছবি গুগলি। অভিনয়ে সোহম এবং শ্রাবন্তি। গুগলি মূলত দুই নেগেটিভকে একসাথে পসিটিভ করার গল্প। যেখানে দুই ছেলে মেয়ের কথা বলার সমস্যাকে নিয়ে তৈরি করা হয়েছে এই ছবি। ছবিতে শ্রাবন্তিকে অনেক