স্পোর্টস ডেস্কঃ ২৫৬ দিন পরে দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপে হারের পর দেশের জার্সি গায়ে এতদিন পর মাঠে নেমেও হারতে হল তাঁর দলকে। যদিও তিনি অনেক চেষ্টাই করেছিলেন। তবুও ৩-১ গোলে হারতে হয় ভেনেজুয়েলার কাছে। তবে এই ম্যাচে কুঁচকিতে চোট পান এল এম টেন। ফলে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামতে পারেননি তিনি।
তবে তাঁর কুঁচকির চোটের ফলে বেশ কয়েকদিন বিশ্রামে আছেন তিনি। সামনেই বার্সেলোনার ম্যাচ। আর সেই ম্যাচে বার্সা মুখোমুখি হবে এস্প্যানিয়লের। অর্থাৎ এই কাতালুনিয়ান ডার্বিতে পাওয়া যাবে কিনা মেসিকে সেই বিষয়ে সংশয় রয়েছে। কারন চলতি মরশুমে বার্সার পারফরম্যান্স যথেষ্ট ভালো। যার ফলে লা লিগা থেকে শুরু করে, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগে সুবিধাজনক জায়গায় রয়েছে বার্সেলোনা।
ফলে মেসিকে নিয়ে কোনোরকম রিস্ক নিতে চাইছেন না বার্সা কতৃপক্ষ। কারন এখন চ্যাম্পিয়ন্স লিগকেই পাখির চোখ করেছে কোচ ভাল্ভারদে। ফলে মেসিকে সুস্থ রাখাই এখন তাদের প্রধান উদ্দেশ্য। চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি মরশুমে নতুন কোচের অধীনে বেশ ভালো ফর্মে ম্যান ইউ। ফলে একটা চাপ থেকেই যাচ্ছে।
এস্প্যানিয়ল ম্যাচে মেসিকে পাওয়া যাবে কিনা! সে বিষয়ে সংশয় আছে। তবে মেসি খেললেও খুব সময়ের জন্য হয়ত মাঠে নামবেন।