স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের পর প্রথম মাঠে নামলেন লিওনেল মেসি। আর সেই ম্যাচেই হারতে হল আর্জেন্টিনাকে। ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলকে হারতে হল মেসিদের। স্পেনের মাঠেই হারতে হল আর্জেন্টিনাকে।
ম্যাচের প্রথমার্ধে মাত্র ৬ মিনিটে গোল করে ভেনেজুয়েলাকে এগিয়ে দেয় নিউ ক্যাসেলস স্টার সলোমন র্যান্ডন। এরপর প্রথমার্ধেই আবারও ঝন মুরিল্লোর গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পরে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে গোল করে খেলায় সমতা ফেরানোর চেষ্টা করেন লাউতারো মার্টিনেজ। যদিও ৭৫ মিনিটে ফের পেনাল্টি পেয়ে এগিয়ে যায় ভেনেজুয়েলা।
বিশ্বকাপের ২৫৬ দিন পর দলে ফিরেও জয় আনতে অক্ষম এল এম টেন। পরের ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে আদৌ মেসিকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে।