সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ এই দুই গ্রহনের সময় কিছু কিছু নিয়ম মানা হয়ে থাকে।যেমন গ্রহনের সময় না খাওয়া, কিংবা গ্রহনের সময় বাইরে না বেরোনো এবং গ্রহন না দেখা ইত্যাদি।এই জিনিসগুলো মানা উচিত তবে কেন এই গুলো মানা হয় তা নিয়ে রয়েছে নানান ধরনের কুসংস্কার।তাই কুসংস্কার থেকে বেড়িয়ে এসে এই গুলো কেন করা হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানুন।
সূর্যগ্রহনের সময় সূর্যকে চাঁদ ঢেকে ফেলে।কিন্তু যদি গ্রহণে ৯৯ শতাংশ সূর্যকেও চাঁদ ঢেকে ফেলে তাতেও সামান্য অংশ বাকি থেকে যায়।যার ফলে ওই অবশিষ্ট অংশ থেকে আসা রশ্মি চোখের ক্ষতি করার জন্য যথেষ্ট। কারন গ্রহণের সময় সূর্য রশ্মি অত্যন্ত সংবেদনশীল থাকে যা চোখে প্রভাব ফেলতে পারে।তাই জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই সময় সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়।
এই গ্রহণ দেখতে পারেন কিন্তু তার জন্যে রয়েছে বিজ্ঞানীদের কিছু নিয়মাবলী। তাই যদি আপনাদের গ্রহন দেখতে হয় তাহলে জ্যোতির্বিজ্ঞানীদের মতে তেজস্ক্রিয়তার বিরুদ্ধে সঠিক অপটিক্যাল ঘণত্ব আছে এমন সোলার ফিল্টার দিয়ে গ্রহণ দেখা যেতে পারে বা যথাযথ স্থূলাকার অ্যালুমিনিয়াম মিলার ফিল্ম এবং কালো পলিমারও নিরাপদ।এছাড়াও বাজারে আইএসও স্বীকৃত বিশেষ সোলার গ্লাস দিয়ে একমাত্র এই গ্রহণ দেখা নিরাপদ। তবে সেই সব গ্লাস ব্যবহারের ব্যবহার করার আগে ব্যবহার নির্দেশিকা পরে নিতে উপদেশ দিয়েছেন বিজ্ঞানীরা এবং সেই গ্লাসে কোনোভাবে ভাঙা বা দাগ থাকলে সেই গ্লাস ব্যবহার করতে না করেছেন বিজ্ঞানীরা। এছাড়াও পেরিস্কোপে, টেলিস্কোপ বা দূরবীন- কোনও কিছুর সাহায্যে গ্রহণ দেখার সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়েছে। এছাড়াও সানগ্লাস বা ঘষা কাঁচ দিয়েও গ্রহণ দেখতে নিষেধ করেছে বিজ্ঞানীরা।