নিউজ ডেস্কঃ সন্ধ্যাবেলায় পারিবারের সাথে বসে মুড়ি মাখা আর আলুর চপ তার সাথে গল্পগুজব করা বা সিনেমা দেখা এই সব মানুষের কাছে আজ অতীত। বর্তমান দিনে মানুষের কাজের চাপ, বন্ধুদের সাথে সময় কাটানো বা অন্যান্য কোন কার্যভার ইত্যাদি ব্যস্ততার কারণে তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভুলে গেছে। তবে লকডাউনের জন্যে মানুষ তার পরিবারের সাথে সময় কাটানোর জন্য অনেকটায় সময় পেয়েছে। সেই অতীতের দিনগুলি ফিরে পাচ্ছে লকডাউনের জেরে যেমন এক সাথে গল্প করা, সিনেমা দেখা ইত্যাদি। এক সাথে বসে সিনেমা দেখাটাও পরিবারের সদস্যদের কাছে আনন্দ দায়ক বিষয়। আর এর জন্যই আকাশ আট আপনাদের জন্য নিয়ে এসেছে কয়েকটি বাছাই করা পারিবারিক সিনেমা।
আকাশ আটের পরিকল্পিত পারিবারিক সিনেমা এই প্রতি সপ্তাহের রবিবার সন্ধ্যে ৬ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত দেখা যাবে। এই সিনেমা গুলির তালিকাতে থাকছে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের “আমার তুমি”। এছাড়াও ” শ্রী আনন্দময়ী মা” র মতো জনপ্রিয় সিরিয়াল দেখা যাবে সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত।