খুলে গেল বাঙালির অন্যতম প্রিয় রেস্তোরাঁ আমিনিয়া। স্পেশাল বিরিয়ানি, কাবাব সহ রাখা হল একাধিক আইটেম

খুলে গেল বাঙালির অন্যতম প্রিয় রেস্তোরাঁ আমিনিয়া। স্পেশাল বিরিয়ানি, কাবাব সহ রাখা হল একাধিক আইটেম

নিউজ ডেস্কঃ করোনা বিধ্বস্ত গোটা পৃথিবী। ফলে মানুষের জীবনযাপন বিদ্ধস্ত। বিশেষ করে লকডাউন ঘোষণা করার পর প্রায় সব দোকান পাঠ ই বন্ধ। আর সেই কারনে ভোজন রসিক বাঙালির ও রেস্তোরাঁ তে যাওয়া প্রায় বন্ধ।

তবে সব কিছু মাথায় রেখে খোলা হল বাঙালির অন্যতম প্রিয় রেস্তোরাঁ আমিনিয়া। কলকাতা জুড়ে তাদের ৯ টি আউটলেট খোলা হল। তবে সিটিং ক্যাপাসিটি অর্থাৎ বসার জায়গা কমিয়ে মাত্র ৩০ শতাংশ তে আনা হয়েছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনেই সব কিছু করা হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং থেকে শুরু করে স্যানিটাইজ করা হচ্ছে তাদের। রেস্তোরাঁ তে ঢোকা থেকে শুরু করে সব কিছুই নিয়ম মেনে করা হচ্ছে। চামচ, বাসনপত্র সব কিছুই স্যানিটাইজ করা হচ্ছে।

সব ধরনের আইটেম বর্তমানে না পাওয়া গেলেও মটন পাসিন্দা কাবাব, আমিনিয়া স্পেশাল কারী, চিকেন চাপ এর মতো একাধিক আইটেম পাওয়া যাবে। তবে সকলে(গ্রুপ) মিলে যাওয়ার থাকলে আগে থেকে যোগাযোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *