ফিল্ম ডেস্কঃ ২০১৯ এ আমরা বসবাস করি। কিন্তু একটা কথা হলফ করে বলতে পারবেন যে আপনি সুখি? সুখ পাওয়ার তাগিদে আমরা একের পর এক টেকনোলোজি আবিস্কার করে যাচ্ছি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় আবিস্কার হয়েছিল প্রথম ফোন, আর আজ চলে এসেছে স্মার্ট ফোন। আবার ধরুন টিভি আবিস্কার করে হয়েছে 1851 এর দিকে আসতে আসতে সেটা অনেকটা মডিফাই করে ১৯২০ এর দশকের দিকে গিয়ে বেশ কিছু মানুষের হাতে এসেছে। এবং নেট ব্যবস্থার ফলে সারাএ দুনিয়া এখন আমাদের হাতের মুঠোয়। আজ নিজেরা আরাম প্রিয় হয়ে উঠেছি। খাওয়ার থেকে শুরু করে জামাকাপড় কিনতেও আজকাল দোকানে যেতে হচ্ছেনা, ঘরে বসেই পেয়ে যাচ্ছি। কিন্তু এই যুগে দাড়িয়ে নিজেরা এতো সুখের দাবিদার বলে নিজেরা দাবি করি। আদৌ কি সবাই এতো সুখি পৃথিবীতে? দাম্পত্য কলহ বেড়েই চলেছে, ডিভোর্স বেড়েই চলেছে। ঠিক সেরকমই দাম্পত্য কলহ এবং প্রতিদিনের জীবনের একাধিক ছোট বড় বিষয় নিয়ে নতুন ছবি করল নেমপ্লেট।
যেখানে মালবিকার সাথে নরেনের বিয়ে হয় খুবই ছোট বয়সে। নরেন পরে ক্লাস ১২ এ , এবং মালবিকা ক্লাস ১০ এ। এরপর দুজনের বিয়ে এবং আসতে আসতে তাদের দাম্পত্য জীবনের কাহিনী নিয়েই এসেছে গল্পে একের পর এক মোড়ক। নিজের বাড়ি ছেড়ে দিয়ে চলে যাওয়া, স্মাগলার দের জন্য জেলে যাওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ের সম্মুখীন হতে হয় মালবিকাকে।
শেষ জিবনে এসে এক আশ্রমে দেখা হয় মালবিকা এবং নরেনের। এবং সেখানে নিজেদের নেমপ্লেট লাগাতে গিয়ে মালবিকাকে দেখে চিনতে পারে নরেন।