নিজস্ব সংবাদদাতাঃ বর্তমান দিনে প্রচুর বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। একের পর এক নামজাদা সরকারি বিশ্ববিদ্যালয়। তবে প্রচুর সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গড়ে উঠছে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। আজ থেকে প্রায় ১০৬ বছর আগে গড়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আর তারপরেই অর্থাৎ রাজ্যে দ্বিতীয়তম স্বশাসিত ভাবে নিজের অর্থে গড়ে ওঠে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি।
নিউটাউনে বিশ্ববাংলা কনভোকেশান সেন্টারে অনুষ্ঠিত হল টেকনো ইন্ডিয়ার প্রথম কনভোকেশান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান অরুন্ধুতি ভট্টাচার্য, ভারত সেবাশ্রম সংঘের সধারন সম্পাদক স্বামি বিশ্বানন্দন মহারাজ। এছারাও উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর গৌতম রায়চৌধুরী, কো-চেয়ার ম্যান মানসী রায়চৌধুরী।
কিংবদন্তী অর্থনীতিবিদ পদ্মশ্রী বিবেক রায় এবং সাহিত্যিক বুদ্ধদেব গুহ দেওয়া হল ডি লিট উপাধি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে।
বেসরকারি ইউনিভার্সিটি হলেও টেকনো ইন্ডিয়া শুধু রাজ্য বা দেশ নয়, বিদেশেও সুনাম এই ইউনিভার্সিটি যে সুমন অর্জন করেছে তা শোনা গেল রাজ্যপালের গলায়। এদিন ব্যাচেলার্স, মাস্টার্স, পি এইচ ডিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়। এছারাও প্রচুর ছেলেমেয়েকে বিনামুল্যে প্রশিক্ষন দেওয়া হবে বলে জানান টেকনো ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা গৌতম রায়চৌধুরী।