সুমিত, কলকাতাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। কবিতাটি পড়া হয়নি এমন রবীন্দ্র প্রেমি মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। তবে এবার রবি ঠাকুরের শেষের কবিতা নিয়ে মুক্তি পেতে চলেছে শেষের গল্প। প্রধান চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্কর।
বহু বছর ধরে লাবন্যের ভুমিকায় অভিনয় করার ইচ্ছা বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করের। কারন তাঁর স্বামির অনুরোধেই তিনি শেষের কবিতা পরেন। এবং তাঁর স্বামি চন্দ্রদেয় বাবু অর্থাৎ বাপি দা বলেছিলেন যে ” কেন তোমায় কেউ লাবন্যের ভুমিকায় বলেনা। এবং তাঁর পর থেকেই এই প্রবাদ প্রতিম অভিনেত্রী নিজেকে লাবণ্য ভাবতে শুরু করেন। আর বিপরীতে অমিত রে এর ভুমিকায় তিনি সর্বদাই ভাবতেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে তাঁর বিপরীতে পেয়ে বেশ খুশী তিনি।
স্বস্তিকা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবির মিউসিক দিয়েছেন জয় সরকার। ছবিতে একটি রবীন্দ্র সংগীত ও রয়েছে যেটি লোপামুদ্রা মিত্রের গাওয়া। এছাড়াও নচিকেতা, রুপঙ্কর এবং সোমলতা আচার্য এর মতো গায়কের গান শোনা যাবে এই ছবিতে