নিউজ ডেস্কঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের। এবং যে কারনে একাধিক মানুষের মন খারাপ।
কারন প্রতিদিনের জীবনে তারা যে মানুষ গুলির সাথে মেলামেশা করে তাদেরকে দেখতে পারছেন না। ফলে প্রতিটা মুহূর্ত আরও বেশি কষ্টের হয়ে উঠছে, হয়ে উঠছে দুর্বিষহ। এই ক্যুয়ারেন্টাইনের মধ্যে শুধু তারা নয়, আজ প্রতিটা মানুষই বিরক্ত, কারন এতোটা দিন ঘরের মধ্যে কাটানো, সত্যি কষ্টের ব্যাপার। আর সেই বিষয় গুলিকে নিয়েই নতুন ছবি তৈরি করলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। যেখানে অভিনয় করতে দেখাযাবে অভিনেত্রী মিমি দত্ত, বাসন্তি চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল মল্লিককে।