আগামি ১৫ জুন হতে চলেছে পানিহাটি চিরদধি দণ্ড মহোৎসব। এই বছর এই মহোৎসব মহাসমারোহে এবং যথার্থ মর্যাদার সাথে ইস্কনের প্রধান মন্দির মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে পালিত হবে। ১৫ জুন এই মহোৎসব মহাসমারোহে পালিত হলেও ১২ জুন থেকে শুরু হয়ে যাবে ইস্কন পানিহাটির শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে এই উৎসব, যা চলবে আগামি ১৬ জুন পর্যন্ত।
৫ দিন ব্যাপি এই উৎসব ইস্কন পানিহাটির শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে পালিত হবে মহাসমারোহে। বিশ্বব্যাপী এই মহোৎসব পালিত হলেও সবচেয়ে উল্লেখযোগ্য হল অ্যামেরিকার আটলান্টাতে। এখানেও এই উৎসব পালিত হয়ে থাকে।
গঙ্গানদীর তীরে মায়াপুর প্রভুপাদে স্নিগ্ধ, সুশীতল ও মনোরম পরিবেশে এই উৎসব অনুষ্ঠিত হবে। দেশবিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ আগমন ঘটে থাকে এই মহোৎসবে।