সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
শ্রীনন্দা শঙ্কর। একাধিক বাংলা ছবিতে দেখাগেছে তাকে। এই সময় কিভাবে দিন কাটছে শ্রীনন্দার? তিনি জানান বাড়িতেই দিন কাটছে তার। তিনি জানান যে ” ক্যুয়ারেন্টাইনে বাড়িতেই আছি, এখানে আমার হাসবেন্ডের সাথে আছি (বর্তমানে মুম্বাইতে আছেন শ্রীনন্দা) , ইউটিউব দেখে রান্না করছি তবে মায়ের কাছে যেতে পারছিনা, তাই একটু খারাপ লাগছে”। তবে এর মধ্যে থেকে তিনি জানান যে “কিছু জিনিস এই সময় অর্থহীন, প্রথমত রিলিজিয়াস ওয়ার্স এবং লোকে কি বলবে”। পাশাপাশি তিনি জানান যে ” গরীবদের সাহায্য করুন এই সময়, এটা মন থেকে করা উচিৎ, লোক দেখানোর জন্য নয়”। “আমি বিশ্বাস করি পসিটিভ, আর এই সময় সেটাই থাকার চেষ্টা করছি। কারন পসিটিভ থাকা ছাড়া কোনও উপায় ও নেই”।
নিজের শরীর এবং মন ভালো রাখার জন্য তিনি কি করছেন? ” লকডাউনের আগে প্রচণ্ড জিম করেছিলাম সেটা এখন সেভাবে রুটিং করে হচ্ছেনা তবে ড্যান্স করছি যাতে শরীর চর্চা হয়, পাশাপাশি নাচের জন্য মনও ভালো হচ্ছে”।