নিউজ ডেস্কঃ বলিউডে তার প্রথম কাজ কবির সিংহ খ্যাত শাহীদ কাপুরের সঙ্গে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’। রাজকুমার সান্তোষীর পরিচালনায় এই ছবিটি তৈরি হয়। পরের বছর অনীশ বাজমীর পরিচালনায় তাকে দুটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে এছাড়াও লাভ রঞ্জনের ছবিতে অজয় দেবগন ও রণবীর কাপুরের সাথে তাকে রুপোলি পর্দায় দেখা যাবে।