নিউজ ডেস্কঃ ভারতের বেশ কিছু যুদ্ধবিমান রয়েছে যা সারা চীন, পাকিস্তান ছাড়াও সারা পৃথিবী সমীহ করে চলে। ঠিক তেমনই এক যুদ্ধবিমান হল শুখোই সু ৩০। যার উপর ভর করে একাধিক যুদ্ধাস্ত্র তৈরিও করা হয়েছে। বিশেষ করে ব্রহ্মমসের মতো মিসাইল এর সাথে যুক্ত করা হয়েছে।
Previous Post: ঘরে বসেই যাতে পরীক্ষা দেওয়া যায় তারই ব্যবস্থা করা হল