ফুটবলটা ছেড়েছেন অনেকদিন হল। তবে ফুটবলের জগতটা ছেড়ে যাননি। ফুটবলের পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। তিনি ব্রাজিলিয়ন রোনাল্ডো। ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর অন্যতম দাবিদার তিনি।
ব্রাজিলের এক সাক্ষাৎকারে তিনি জানান যে ” মেসি পৃথিবীর সেরা খেলোয়াড়, মেসির মতোন একজন প্রতিভা পেতে ২০-৩০ বছর সময় লেগে যাবে’। মেসি ছাড়াও আমার বেশ আরও কিছু প্লেয়ারের খেলা বেশ ভালো লাগে যেমন সালাহ, নেইমার, হ্যাজার্ড এবং অবশ্যই এম্বেপে”।
সবচেয়ে বিস্ময়কর বিষয় যে তিনি পুরো সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম একবারও তোলেননি। এমন একজন প্লেয়ারের নাম তিনি এড়িয়ে চলেগেলেন যার সাথে গোটা দশকে মেসির সবচেয়ে বেশি তুলনা করা হয়েছে।
রোনাল্ডোর এই সাক্ষাৎকারের ফলে অনেকেই একাধিক মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানোর নাম না করার জন্য।