একাধিক নতুন প্লেয়ার ছেঁটে দিতে পারে বার্সেলোনা

একাধিক নতুন প্লেয়ার ছেঁটে দিতে পারে বার্সেলোনা

মরশুম শেষ। এবার দলবদলের পালা। নতুন করে দল গড়ার পথে একাধিক ক্লাব গুলি। লিভারপুলের মতো ক্লাব নতুন করে তারকা প্লেয়ার না কিনলেও পুরনো প্লেয়ারদের ছারবেনা বলে জানিয়ে দিয়েছে। শুধু লিভারপুল নয়, প্রিমিয়ার লিগে একাধিক দলই নতুন প্লেয়ার না কিনলেও পুরনো প্লেয়ার ছাড়তে নারাজ। তবে লা লিগার দুই প্রধান দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দলই নতুন করে দল গড়তে চাইছে। এর বড় কারন চলতি মরশুমের ব্যর্থতা। রিয়াল মাদ্রিদ একাধিক নতুন প্লেয়ার কিনলেও বার্সা একধিক পুরনো প্লেয়ার ছাড়তে বলে মত একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। কারন তাদের পারফরম্যান্স যথেষ্ট তলানিতে ঠেকেছে। অপরদিকে কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগে হারের ফলে বেশ চাপে বার্সা কতৃপক্ষ। তাই একাধিক প্লেয়ারকে তারা ছাড়তে চলেছে।

জ্যাস্পার কিল্লেসানঃ বার্সেলোনা দ্বিতীয় গোলকিপার জ্যাস্পার। কোপা দেল রে ফাইনালে হারের পেছনে তাঁর পারফরম্যান্স কিছুটা দায়ী বলে মত একাধিক বার্সা কতৃপক্ষের। দেশের জার্সি গায়ে কিল্লেসান যথেষ্ট সফল। তবে বার্সার জার্সি গায়ে সেভাবে সফল নয় এই ডাচ গোলরক্ষক। ফলে তাঁকে এরপরের মরশুমে নাও দেখা যেতে পারে। ২৫ মিলিয়ন ইউরোর বদলে তাঁকে বিনফিকা কিনতে পারে বলে খবর।

স্যামুয়েল উমিতিতিঃ বার্সেলোনার জার্সি গায়ে যথেষ্ট সফল ফরাসি ডিফেন্ডার উমিতিতি। তবে ক্লিমেন্ট লেংলেটের পারফরম্যান্সের ফলে উমিতিতির চাহিদা বেশ কম এখন বার্সেলোনায়। পাশাপাশি তাঁর হাঁটুর চোটের কারনে তাঁকে বার্সেলোনা আর দলে রাখতে চায়না।

রাফিনিহাঃ চলতি মরশুমে বার্সার জার্সি গায়ে সেভাবে সফল নয় এই ব্রাজিলিয়ন তারকা। তবে একাধিক মরশুমে তাঁর পারফরম্যান্সের উপর ভর করে বেশ সফল হয়েছে বার্সেলোনা। তবে তাঁকে আর দলে রাখতে চায়না বার্সা। লোণ বা পাকাপাকি ভাবে বিক্রি করতে চায় তারা।

কৌতিনহোঃ এই মরশুমে বার্সার হয়ে যথেষ্ট অসফল ফরওয়ার্ডার হলেন ফিলিপে কৌতিনহো। নেইমারের জায়গায় কৌতিনহোকে দলে নিয়েছিল বার্সেলোনা। তবে সেভাবে সফল হতে পারেনি এই ব্রাজিলিয়ন তারকা। তাই তাঁকে আর দলে রাখতে চায়না বার্সা কতৃপক্ষ। তিনি আবার লিভারপুলেই ফিরতে পারেন বলে খবর একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

এছাড়াও রাকিতিচ, ম্যাল্কম, ভারমালিন, বতেং এবং মুরিলোর মতো প্লেয়ারকে ছাড়তে পারে বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *