নিউজ ডেস্কঃ কিছু মানুষ যাদের কাছে শরীরটা মন্দির। আর সেই মন্দিরকে আরও ভালো করে তৈরি করার জন্য একাধিক ত্যাগ করতে হয়েছিল তাদের।
১)Kevin Levrone: বর্তমান দিনে কম ওজন ওয়ালা বডি বিল্ডার হলেন কেভিন লিভ্রন।এই বডি বিল্ডারটি ২৩ টি IFF জেতার পাশাপাশি IFBBO জিতেছেন।কেভিন অলিম্পিয়া প্রতিযোগিতায় ৪ বার দ্বিতীয় স্থান অর্জন করেছেন যা তার জন্য যথেষ্ট নয়। তবে তার শরীরে সবচেয়ে ভালো পেশি হল মাসেল ও কোমর।
২) Flex Wheeler: পৃথিবীর সবচেয়ে মহান বডি বিল্ডার ফ্লেক্স বর্তমানে ১৭ টি এশিয়ান পদক জিতেছেন। ৪ বার আর্নল্ড ক্লাসিক পদ জিতেছেন আর একবার আর্নল্ড ক্লাসিক জেতার পরে তাকে বিশ্বের মহান বডি বিল্ডারের উপাধি পেয়েছেন।ফ্লেক্সের সবচেয়ে ভালো পেশি ছিল তার কোমর ও প্যাকগুলো।এছাড়াও তিনি ২ বার মিস্টার আলিম্পিয়াতে দ্বিতীয় স্থানে রয়েছেন।
৩) Franco Columbu: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বডি বিল্ডার ফ্রাঙ্ক কলাম্বের বডির গঠন এককথায় অসাধারন। এই শক্তিশালী বডি বিল্ডারের জীবনে ২ টি ভয়াবহ আঘাত লাগে এমনকি ১৯৭৯ সালে একটি রোগ ধরা পরে তাও তিনি কিন্তু থেমে যাননি। তারপরেও তিনি কঠোর পরিশ্রম করে তিনি তার বডি বানিয়েছেন।ফ্রাঙ্ক কলাম্বের ২ বার মিস্টার অলিম্পিয়া জিতেছেন এবং বিশ্বের শক্তিশালী বডি বিল্ডারের উপাধি অর্জন করেছিলেন।
৪) Dexster Jacson: বডি বিল্ডিং জগতে প্রথম ২০০৮ সালে আলম্পিয়া প্রতিযোগিতায় জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেল।তিনি তার সুন্দর প্যাকগুলির কারনে দ্যা ব্ল্যাক পদক পেয়েছেন।তার কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর এবং সুন্দর ৩ জোড়া প্যাক।