বডি বিল্ডার হতে এদের ত্যাগ মনে রাখবে গোটা বিশ্ব

বডি বিল্ডার হতে এদের ত্যাগ মনে রাখবে গোটা বিশ্ব

নিউজ ডেস্কঃ কিছু মানুষ যাদের কাছে শরীরটা মন্দির। আর সেই মন্দিরকে আরও ভালো করে তৈরি করার জন্য একাধিক ত্যাগ করতে হয়েছিল তাদের।

kevin

১)Kevin Levrone: বর্তমান দিনে কম ওজন ওয়ালা বডি বিল্ডার হলেন কেভিন লিভ্রন।এই বডি বিল্ডারটি ২৩ টি IFF জেতার পাশাপাশি IFBBO জিতেছেন।কেভিন অলিম্পিয়া প্রতিযোগিতায় ৪ বার দ্বিতীয় স্থান অর্জন করেছেন যা তার জন্য যথেষ্ট নয়। তবে তার শরীরে সবচেয়ে ভালো পেশি হল মাসেল ও কোমর।

২) Flex Wheeler: পৃথিবীর সবচেয়ে মহান বডি বিল্ডার ফ্লেক্স বর্তমানে ১৭ টি এশিয়ান পদক জিতেছেন। ৪ বার আর্নল্ড ক্লাসিক পদ জিতেছেন আর একবার আর্নল্ড ক্লাসিক জেতার পরে তাকে বিশ্বের মহান বডি বিল্ডারের উপাধি পেয়েছেন।ফ্লেক্সের সবচেয়ে ভালো পেশি ছিল তার কোমর ও প্যাকগুলো।এছাড়াও তিনি ২ বার মিস্টার আলিম্পিয়াতে দ্বিতীয় স্থানে রয়েছেন।

franco

৩) Franco Columbu: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বডি বিল্ডার ফ্রাঙ্ক কলাম্বের বডির গঠন এককথায় অসাধারন। এই শক্তিশালী বডি বিল্ডারের জীবনে ২ টি ভয়াবহ আঘাত লাগে এমনকি ১৯৭৯ সালে একটি রোগ ধরা পরে তাও তিনি কিন্তু থেমে যাননি। তারপরেও তিনি কঠোর পরিশ্রম করে তিনি তার বডি বানিয়েছেন।ফ্রাঙ্ক কলাম্বের ২ বার মিস্টার অলিম্পিয়া জিতেছেন এবং বিশ্বের শক্তিশালী বডি বিল্ডারের উপাধি অর্জন করেছিলেন।

Daxter

৪) Dexster Jacson: বডি বিল্ডিং জগতে প্রথম ২০০৮ সালে আলম্পিয়া প্রতিযোগিতায় জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেল।তিনি তার সুন্দর প্যাকগুলির কারনে দ্যা ব্ল্যাক পদক পেয়েছেন।তার কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর এবং সুন্দর ৩ জোড়া প্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *