বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেই হার ভারতের। ওভালে প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড সহজেই ৬ উইকেটে হারাল ভারতকে। প্রথমে ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৭৯ রানে। ভারতের হয়ে সর্বাধিক রান করেন রবীন্দ্র জাদেজা। ৫০ বলে তাঁর সংগ্রহ ৫৪ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২ টি ওভার বান্ডারি এবং ৬ টি বাউন্ডারির সাহায্যে।
হার্দিক পান্দিয়ার সংগ্রহ ৩০ রান। কুলদ্বিপ যাদব করেন ১৯ রান। অধিনায়ক কোহলির সংগ্রহ ১৮ রান। প্রাক্তন অধিনায়ক ধোনির সংগ্রহ ১৭ রান। ইন্ডিয়ার বাকি ব্যাটসম্যানরা দুই অঙ্কের রান টপকাতে পারেননি। নিউজিল্যান্ডের সফল বোলার ট্রেন্ট বোল্ট। ৩৩ রানের বিনিময় তিনি সংগ্রহ করেন ৪ টি উইকেট। জেমস নিশাম ২৬ রান দিয়ে সংগ্রহ করেন ৩ টি উইকেট। সাউদি, কলিং, লকি ফারগুসন একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে ৩৭.১ ওভারে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেন নিউজিল্যান্ড। দলকে জয় এনেদিতে বড় ভূমিকা নেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস ট্রেলর। উইলিয়ামসন ৮৭ বলে করেন ৬৭ রান। ৭৫ বলে ট্রেলরের সংগ্রহ ৭১ রান। জাস্প্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, জজুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা ৪ উইকেট ভাগাভাগি করে নেন। প্রথম প্রস্তুতি ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি বিজয় শঙ্কর।
মঙ্গলবার কার্ডিসে ভারত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। প্রথম প্রস্তুতি ম্যাচে হারলেও দলের খেলায় খুশি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।