মরশুমে পারফরম্যান্স কেমন ঘরোয়া লিগে বাকিদের তুলনায়? দেখেনিন

মরশুমে পারফরম্যান্স কেমন ঘরোয়া লিগে বাকিদের তুলনায়? দেখেনিন

স্পোর্টস ডেস্কঃ মরশুম শেষ। বেশ কয়েক ম্যাচ আগে থাকতেই লা লিগা ট্রফি হাতে তুলেছে বার্সেলোনা। তবে এই প্রথম নয়, এর আগেও শেষ ম্যাচ খেলার আগেই ট্রফি জিতেছে বার্সেলোনা। তবে শেষ ম্যাচে জয়ের ব্যাপার না থাকলেও ছোটো দলের কাছে হারলে তা বেশ সন্মানের। এবং শেষ ম্যাচেও বার্সেলোনার পরিত্রাতা লিওনেল মেসি। জোড়া গোল করে ম্যাচের মান বাঁচান তিনি।

এবং মরশুম শেষের পরে লা লিগার সেরা গোলদাতার দৌড়ে এগিয়ে কে সে নিয়ে কাঁটাছেড়া শুরু হয়ে যায়।

ক্রিস্টিয়ান স্টুয়ানিঃ পঞ্চম স্থানে রয়েছে গিরনার এই প্লেয়ার। বেশির ভাগ সময়ই লেফট ব্যাকে খেলেন এই ৩২ বছর বয়সী উরুগুয়েন স্ট্রাইকার। গিরনার জার্সি গায়ে এই মরশুমে তিনি ১৯ গোল করেছেন। এর আগের মরশুমে অবশ্য তিনি এর থেকেও দুই গোল বেশি করেছিলেন।

আস্পাসঃ শেষ ১০ ম্যাচের মধ্যে আট ম্যাচে সেল্টা ভিগোকে হারতে হয়েছে। এবং এই হারের পেছনে বড় কারন হল তাদের স্ট্রাইকার আস্পাসের কাফ মাসেলসে চোট। চোট থাকার কারনে খেলতে পারেনি এই তারকা ফুটবলার। তিনি এই মরশুমে ২০ টি গোল করার পাশাপাশি এপ্রিল মাসের প্লেয়ার অফ দ্য মান্থ ও নির্বাচিত হয়েছিলেন।

লুইস সুয়ারেজঃ চলতি মরশুমে খুব একটা ভালো ফর্মে নেই তিনি। কারন লা লিগা তে গোল পেলেও চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় সেভাবে গোল করতে সক্ষম হয়নি এই উরুগুয়েন স্ট্রাইকার। তবে বার্সেলোনার জার্সি গায়ে এই মরশুমে তিনি ২১ গোল করেছেন।

কারিম বেঞ্জিমাঃ চলতি মরশুমে রিয়াল মাদ্রিদের অবস্থা খুবই খারাপ। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগে হেরে মুখ পোড়াতে হয়েছে তাদের। তবে এই খারাপ অবস্থার মধ্যেই দলের হয়ে বেশ ভালোই খেলেছেন ফরাসি তারকা ফুটবল প্লেয়ার কারিম বেঞ্জিমা। তিনি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ২২ গোলের পাশাপাশি ৭ অ্যাসিস্ট ও করেছেন তিনি।

লিওনেল মেসিঃ এই তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন লিওনেল মেসি। চলতি মরশুমে বার্সেলোনার দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন লিওনেল মেসি। বার্সার জার্সি গায়ে লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগের একাধিক ম্যাচে বার্সাকে জয়ের মুখ দেখিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। চলতি মরশুমে তিনি ৪৬ টি গোল করেছেন সব লিগ মিলিয়ে। তবে লা লিগাতে তিনি মত ৩৬টি গোল করেছেন। যা দ্বিতীয় স্থানে থাকা বেঞ্জিমার থেকে ১৪ গোলের পার্থক্য, এবং পঞ্চম স্থানে থাকা ক্রিস্টিয়ানের থেকে প্রায় দুগুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *