সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন গেম অফ থ্রন্স অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন গেম অফ থ্রন্স অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক

নিউজ ডেস্কঃ গেম অফ থ্রন্স সিরিজটির একটি পার্ট দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। আর সেই সিরিজের নাম মাথায় আসলে সবার আগে যে নামটি মাথায় আসে তাদের মধ্যে অন্যতম হল এমিলিয়া ইসাবেলা ইউফেমিয়া রোজ ক্লার্ক। শর্টে এমিলিয়া ক্লার্ক।

এমিলিয়া লন্ডনে জন্ম গ্রহন করলেও বারক শায়ারে বেড়ে ওঠে। তিনি ২০০৯ সালে ড্রামা সেন্টার লন্ডন থেকে স্নাতক হন। পাশাপাশি পড়ার সময় তিনি ১০টি ভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেন। তার টেলিভিশনে অভিষেক হয় ব্রিটিশ সোপ অপেরা ডাক্তারের এ অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

সেথ ম্যাকফারেলেনের সাথে ২০১২ সালে ক্লার্কের সম্পর্ক সামনে আসে। যদিও ছয় মাস পরে তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়।তবে এখনও তারা বেশ ভালো বন্ধু। ২০১৫ সালে অক্টোবর নাগাদ তিনি লন্ডনের হ্যাম্পস্টিডে  বসবাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *