নিউজ ডেস্কঃ ডেভিড ধাওয়ান। বলি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক। একাধিক হিট ছবি দিয়েছেন তিনি বলিউডকে। তার ছেলে বরুণ ধবন ২০১০ সালে হাতে খড়ী হয় করণ জোহরের ছবি মাই নেম ইজ খান-এ সহকারী পরিচালক হিসাবে। ২০১২ সালে করণ জোহরের রোম্যান্টিক কমেডি ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ বরুণ ধবন প্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি বেস্ট মেল ডেব্যু বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। তবে একজন অভিনেতার জীবন অভিনয় ছাড়াও ভালো মন্দ বেশ কিছু গুন থাকে। বরুনেরও কিছু খারাপ ভালো অভ্যাস আছে।
ভালো গুনগুলি যেমন ,
১. তিনি নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন।
২. তাঁর প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার বিশ্বব্যাপী ₹৯৭০ মিলিয়ন (US$১৩.৫ মিলিয়ন) ব্যবসা করে।
৩. অভিনয়ের পাশাপাশি বরুণ নিয়মিত নাটক করেন ।
খারাপ অভ্যাস গুলি