হ্যালুসিনেশান নতুন বাংলা ছবি “মাউথ অর্গান”

হ্যালুসিনেশান নতুন বাংলা ছবি "মাউথ অর্গান"

নিউজ ডেস্কঃ মোমো এম.ডি ওরফে মনোজ। ইতিমধ্যে তার অভিনয়ের জাদুতে সবাইকে মত্ত করে টলিউডের এক পরিচিত অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। মাত্র 33 বছর বয়সেই এই অভিনেতা “তারানাথ তান্ত্রিক”,”ভুলে যেও না প্লিজ”,”মিরা,অগ্নিপরীক্ষা”,”মৌচাক”,”সতী”,”জাগরন” সহ একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে দেখা গেছে তাঁকে। পাশাপাশি  “08:08 এর বনগাঁ লোকাল”,”রয়েল বেঙ্গল টাইগার”, “বিবাহ অভিযান”,”দত্তপাড়া”,”ঝরা পালক”, “ত্রাস বুননের” মত সারাজাগানো সিনেমায় অভিনয় করেছেন। তবে সিরিয়াল দিয়েই তার অভিনয় জীবনের শুরু ভাবলে ভুল। খুব ছোটবেলা থেকেই অত্যন্ত পরিচিত গোবরডাঙ্গা নকশা  নাট্যদলে অভিনয় করে আসছেন তিনি। নবীন এই অভিনেতা এবার তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন পরিচালনার মাধ্যমে।

মাউথ অর্গান নামক এই শর্টফিল্মের মাধ্যমেই হবে তার পরিচালনার প্রথম হাতে খড়ি। দুটি সম্পূর্ণ আলাদা চরিত্রের মানুষ কে কেন্দ্র করে এই ছবির গল্প।

এই সিনেমার গল্পটি এমন একটি মেয়েকে কেন্দ্র করে এগিয়েছে যে শৈশবের এক দীর্ঘ সময় তার নিজের কাকুর কাছে মলেস্টেড হয়েছে এবং একজন কবি, যিনি লিউকেমিয়ায় আক্রান্ত। ঘটনাচক্রে তারা কলেজ থেকেই একে অপরকে চেনে।জানা যায় লেখাটির এক অদ্ভুত ক্ষমতা আছে,ভবিষ্যতে কখন কি হবে তা তিনি খুব সহজে বলতে পারেন।কিন্তু অদ্ভুত ঘটনার শুরু এরপর থেকেই।মেয়েটি তার বন্ধুদের সাথে পাহাড়ে বেড়াতে যায় । আর ঠিক এই সময় লেখক এমন এক চরিত্রকে হ্যালুসিনেট করে যে সেই মেয়েটিকে ভালবাসে। তার হঠাৎ মনে হতে থাকে।তিনি তার ওই হ্যালুসিনেট করা চরিত্রটিকে বারবার মেয়েটিকে সাহায্য করার জন্য বলতে থাকে তবে সে তা প্রত্যাখ্যান করে। অন্যদিকে মেয়েটি ও তার বন্ধুদের পরিচয় হয় এক কেয়ারটেকারের সাথে।তারা তাকে সমস্ত পুরুষের প্রতিশোধ হিসাবে ধর্ষণ করেছিল। দুর্ঘটনাক্রমে কেয়ারটেকারটি মেয়েটিকে হত্যা করে ফেলেন। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়।

হঠাৎ বোঝা যায় যে এটি ছিল আসলে মেয়েটির এক স্বপ্ন।তার ঘুম ভাঙ্গে গাড়িতে।বোঝা যায় যে তারা এখানে তাদের গন্তব্যে পৌঁছায়ই নি।কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আসে আর এক টুইস্ট ,দেখা মেলে সেই এক কেয়ারটেকারের। অদ্ভুতভাবে ঠিক স্বপ্নের এই যে ঘটনাগুলো ঘটেছিল ঠিক শেষের ঘটনা ঘটতে থাকে।মেয়েটির মনে দেখা যায় এক প্রশ্ন। কোনটা সত্য কোনটা মিথ্যা সব যেন গুলিয়ে যায়।আর ঠিক এইখানেই শেষ হয় সিনেমাটি।

গল্পটা শুনে মনে বেশ প্রশ্ন জাগছে তাই না ?জানতে ইচ্ছা করছে এরপরে কি হলো? মেয়েটা কি স্বপ্ন দেখছিল নাকি এটা সত্যিই ছিল ভবিষ্যতের পূর্বাভাস? সবকিছু কেমন একটা গুলিয়ে গেছে তাই না? তাহলে আর অপেক্ষা কিসের!উত্তর গুলো জানতে চট করে দেখে ফেলুন এই শর্ট ফিল্মটি।আর সেই সঙ্গে আমাদেরও জানান কেমন লাগলো আপনার সিনেমা টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *