বাইকার্স ক্যাফেতে উদযাপিত হল নারী দিবস

বাইকার্স ক্যাফেতে উদযাপিত হল নারী দিবস

সোহিনী সরকারঃ প্রত্যেক বছরের মতো এ বছরও উদযাপিত হলো নারী দিবস।সারা বছরে বলতে গেলে এই একদিনই নারীদের অবদানকে স্বীকৃতি জানানো হয় ।কিন্তু পাল্টায় না কোন কিছুই। পরের দিনই ঘুম ভাঙ্গে এবং সংঘর্ষ শুরু হয় নারীদের। কিন্তু এই বছর নারী দিবস উপলক্ষে বাইকার্স ক্যাফেতে উদযাপিত হলো এক ভিন্ন ধরনের ইভেন্ট । বিশিষ্ট অভিনেতা বরুণ চন্দ্র ,তার স্ত্রী শ্রীমতী মঞ্জুশ্রী চন্দ্র,আমাদের সকলের পরিচিত গায়িকা পরমা ব্যানার্জি,ফোক মিউজিক আর্টিস্ট দীপান্বিতা আচার্যের উপস্থিতিতে বাইকার্স ক্যাফেতে বসেছিল এক আড্ডার আসর । প্রত্যেকটি নারীর মধ্যে লুকিয়ে আছে অগনিত রূপ। কখনো সে কন্যা কখনো স্ত্রী বা কখনো মা হিসাবে আমাদের জীবনে অবদান রাখে। কিন্তু এ সমস্ত কিছুর বাইরেও মানুষ হিসাবে রয়েছে তার এক নিজস্ব পরিচয়। আর বাইকার্স ক্যাফের আড্ডার আসরে আলোচনার মূল বিষয়বস্তু ছিল এটাই। আড্ডার আসরে ছিলেন বাইকার্স ক্যাফের co-owner মনোজ রাথির সঙ্গে  মাস্টারশেফ প্রিয়াঙ্কা.এম, 99.9FM এর RJ স্মৃতি , উডল্যান্ড হসপিটাল এর ডিরেক্টর ডাক্তার রুপালি বসু,বিখ্যাত ওড়িশি নৃত্য শিল্পী সঞ্চিতা ভট্টাচার্য ,সমাজকর্মী নীলাঞ্জনা চক্রবর্তী সহ আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

এই 2020 সালেও আমাদের সমাজ মেয়েদের মা, বোন, স্ত্রী,কন্যা এই সম্পর্কগুলোর বাইরে ভাবতে শেখেনি। তার নিজের ব্যক্তিত্ব তার নিজের পরিচয় বলে যেন কিছুই নেই। একজন মহিলার পরিচয় কেন শুধু কারো স্ত্রী বা কারোর মা হিসাবে হবে?এই প্রশ্ন মানুষের মনে উত্থাপন করায় ছিল বাইকার্স ক্যাফের এই ইভেন্টের মূল লক্ষ্য। একজন মহিলা CEO ই হোক বা গৃহবধূ, মা হোক বা চাকুরীজীবী সেটা তার নিজের পছন্দ।নিজের পরিচয় ও নিজের ব্যক্তিত্বকে সকলের সামনে মেলে ধরা টাই আজকের দিনে সব থেকে দরকারি আর এই গুরুত্বপূর্ণ মেসেজ টাই বাইকার্স ক্যাফের ইভেন্ট খুব সুন্দর ভাবে তুলে ধরতে পেরেছে। আমাদের জীবনে নারীদের অবদান সত্যিই অসামান্য।কখনো মা হিসাবে কখনো বোন হিসাবে কখনো বা বন্ধু হিসাবে কখনো সহকর্মী হিসেবে তারা যেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে।কিন্তু তাদের পরিশ্রম তাদের অবদান সবটাই আড়ালে থেকে যায়।আর এই বছর উইমেন্স ডে তে বাইকার্স ক্যাফের ইভেন্টের লক্ষ্য ছিল এই পর্দার আড়ালে থেকে যাওয়া নারীদের অবদানকে সম্মান জানানো।

বাইকার্স কাফে বরাবরই একটা বেশ অন্য ধরনের জায়গা।এই জায়গাটি যে শুধুমাত্র বাইকার্স এর পছন্দের তা নয় বরং সাধারণ যে কোনো মানুষই এখানকার ভিন্নধর্মী পরিবেশ স্বচ্ছন্দবোধ করেন। এখানকার খাবার এখানকার পরিবেশ বরাবরই এই প্রজন্মের ছেলেমেয়েদের খুবই পছন্দের আর অন‍্য জায়গার থেকে বেশ ভিন্নধর্মী ও। আর উইমেন্স ডে সেলিব্রেশন টাও তাই এখানে ছিল বেশ অন্য ধরনেরই।এমনকি  বাইকার্স ক্যাফের কো ওনার মিস্টার মনোজ রাথি নিজে এই ইভেন্ট টিকে মহিলাদের উদ্দেশ্যে সমর্পিত করে বলেছেন  মহিলারা আমাদের জীবনে এক শক্তির মতো কাজ করে ।কখনো মা হিসেবে কখনো বোন হিসাবে কখনো স্ত্রী হিসাবে তারা  আমাদের জীবন টাকে ধরে রাখে,আমাদেরকে এক ভালো মানুষ হয়ে ওঠার পথে নিয়ে চলে।কিন্তু তাদের এই পরিশ্রম থেকে যায় আমাদের চোখের আড়ালে।আর আর তাই জন্যেই শুধু উইমেন্স ডে বলে নয় বছরের আর বাকি দিনগুলোও  মহিলাদের অবদান টাকে মনে রেখে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

সমাজ পাল্টাতে সময় লাগে কিন্তু আশা করা যায় বাইকার্স গ্যাসের এই ইভেন্ট কিছুটা হলেও সমাজের ইউথদের  মনে কিছুটা হলেও সদর্থক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *