ব্রীজ প্রতিযোগিতায় ভারত সেরা শ্রী সিমেন্ট

ব্রীজ প্রতিযোগিতায় ভারত সেরা শ্রী সিমেন্ট

স্পোর্টস ডেস্কঃ সর্বভারতীয় ব্রীজ প্রতিযোগিতায় জাতীয় সেরার তকমা শ্রী সিমেন্টের দখলে। ৭০টি দলের মধ্যে অনুষ্ঠিত দলগত প্রতিযোগিতায় জয়লাভ করে তারা। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলো রবি গোয়েঙ্কা, সন্দীপ তাকরাল, জাগি শিবদাসানি,সুভাষ গুপ্ত, অরুন বোপাট সম্বৃদ্ধ শ্রী সিমেন্ট দল ।

শনিবার দিনভর অনুষ্ঠিত দলগত বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল টিম হেমন্ত জালান ও শ্রী সিমেন্ট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম হেমন্ত জালান 85-100 পয়েন্ট স্কোর করে পরাজিত হয় শ্রী সিমেন্ট দলের​ বিপক্ষে। দলগত বিভাগের তৃতীয় স্থান অর্জন করে ইজি ব্রীজ,তারা পরাজিত করে পোদ্দার হাউসিং কে।

অন‍্যদিকে পেয়ারস (ডাবলস) ইভেন্টে জয়লাভ করে জুটি সুকমল দে ও সুব্রত সাহা জুটি। দ্বিতীয় স্থান পায় আর ভেঙ্কটেশ ও অরবিন্দ শ্রীনিবাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *