নতুন গল্প নিয়ে নতুন বাংলা ছবি THE ERA OF 1962

নতুন গল্প নিয়ে নতুন বাংলা ছবি THE ERA OF 1962

ফিল্ম ডেস্কঃ বাংলা ছবি মানেই কপি পেস্ট। এই শব্দটা এখন প্রায় মানুষের মনে গেঁথে গেছে। তাই নতুন মোড়কে ছবি পরিবেশন করলেও অনেকে সিনেমা প্রেমি মানুষ একটা কথা জিজ্ঞেস করে সবার আগে ” দাদা এটি কোনও হিন্দি বা দক্ষিনের ছবির কপি পেস্ট”। তবে এই ধারনা থেকে বেড়িয়ে এসে নতুন ধারার অর্থাৎ সেই ঋত্বিক ঘটকের মতো পরিচালকের কথা মাথায় রেখে ৬০ এর দশকের পরিচালকদের গল্প নিয়ে নতুন ছবি পরিবেশন করতে চলেছেন পরিচালক সন্দীপ প্রতিহার।

ছবির মূল বিষয়বস্তু এখনকার সিনেমার কথা, সিনেমার পরিকাঠামো, পরিচালকদের আশা, নিরাশা এবং আন্তর্জাতিক মানের ছবি তৈরি করতে গিয়ে যে সকল পরিস্থিতির সম্মুখীন হতে হয় পরিচালকদের। আরও একটি বিষয় এই ছবিতে দেখা যাবে তা হল “চুরি নয়, নতুন কিছু মানেই যে শিল্প সেটাই ফুটিয়ে তুলতে নতুন ছবি”। ছবির নাম “THE ERA OF 1962″। অভিনয়ে বিশ্বজিৎ দাস, প্রান্তিক ব্যনার্জী, চৈতালি দত্ত। এফ পি এস প্রোডাকশনের ব্যানারে তৈরি ছবিটির মিউসিক দিয়েছেন কালার্ড জেব্রা এবং দুর্নিবার ডাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *