স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শেষ জুভেন্তাসের। আয়াক্সের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে ড্র করলেও দ্বিতীয় লেগের ম্যাচে হেরে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ জুভেন্তাসের। আর তাতেই বেশ আঘাত পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কারন শেষ ৯ মরশুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রতি মরশুমেই তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিনাল খেলেছেন। আর এই মরশুমে আয়াক্সের কাছে হারতেই বেশ খানিকটা চাপে সি আর সেভেন।
আগের ম্যাচে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হেরেই হয়ত চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ করত জুভেন্তাস। কিন্তু রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিকের উপর ভর করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌছেছিল ইটালির এই ক্লাবটি।
ক্লাবের এই পারফরম্যান্সে বেশ অখুশি রোনাল্ডো। ইংল্যান্ডের এক সংবাদ মাধ্যমের একাধিক বিশেষজ্ঞের মতে রোনাল্ডো এই মরশুমের পর মাদ্রিদে ফিরতে পারেন। কারন শেষ মরশুমে একই সাথে রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন রোনাল্ডো এবং জিদান। জিদান মাদ্রিদে ফিরলেও রোনাল্ডো জুভেন্তাসের জার্সি গায়ে খেলছেন।
অপরদিকে রোনাল্ডো জানিয়েছেন যে জুভেন্তাসের জার্সি এখনও ১১ ম্যাচ বাকি। ফলে সামনের মরশুমে তিনি কি করবেন তা এখনও ঠিক হয়নি। বিশেষজ্ঞদের মতে রোনাল্ডো রিয়ালে ফিরলেও ফিরতে পারেন। বাকি টা সময়ই হয়ত উত্তর দেবে।