কর্পোরেট তাস টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দুই সোনাজয়ী অলিম্পিয়ন

কর্পোরেট তাস টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দুই সোনাজয়ী অলিম্পিয়ন

স্পোর্টস ডেস্কঃ শহরে বসতে চলেছে সর্ব ভারতীয় শ্রী সিমেন্ট ব্রিজ টুর্নামেন্ট। এবার এই টুর্নামেন্ট দ্বিতীয় বছরে পদার্পণ করল। টুর্নামেন্ট শুরু ১৮ এপ্রিল রাজারহাট বিশ্ব বাংলা কনভেনশান সেন্টারে। চলবে ২১ এপ্রিল পর্যন্ত। ৪ দিনের এই টুর্নামেন্টের সংগঠক কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া।

দ্বিতীয় বছরে পা দেওয়া শ্রী সিমেন্ট সর্ব ভারতীয় ব্রিজ টুর্নামেন্টের ৭০ টি দলের ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহন করবে। অলিম্পিকে ব্রিজে সোনা জয়ী দুই বাঙালি প্রনব বর্ধন এবং শিবনাথ দে সরকারকে খেলতে দেখা যাবে। এছাড়া হেমা দেওরা, সুভাষ গুপ্ত, অশোক গোয়েল, দেবাশীষ রায় সহ বেশ কিছু আন্তর্জাতিক স্তরের বেশ কিছু তারকাকে খেলতে দেখা যাবে।

মঙ্গলবার দক্ষিন কলকাতার এক আভিজাত্য ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশানের সচিব দেবাশীষ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সুমন সেনগুপ্ত, সৌরেন্দ্র কুমার দত্ত, সুব্রত সাহা, সইল রঞ্জন দাস। টিম ইভেন্টে চ্যাম্পিয়ন দল আগামি বছর জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *