স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় স্থানে থাকা লিলে লস্কের কাছে বড় ব্যাবধানে হার প্যারিস সেন্ট জার্মেনের। দ্বিতীয় স্থানে থাকা লিলের কাছে ৫-১ ব্যবধানে হারতে হল প্রথম স্থানে থাকা পি এস জিকে। ম্যাচের ৭ মিনিটে থমাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিলে। ১১ মিনিটে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরান জুয়ান বার্নাট। এরপর প্রথমার্ধে আর গোল করতে সক্ষম হয়নি কোনও পক্ষই।
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস পেপে। এরপর ৬৫,৭১ এবং ৮৪ মিনিটে লিলের হয়ে গোল করেন জনাথন বাম্বা, গ্যাব্রিয়েল এবং জস ফন্টে। প্রথমার্ধে ৩৬ মিনিটে জুয়ান বার্নাটের লাল কার্ড দেখাতেই দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা সুবিধা পায় লিলে। ১০ জনের পি এস জিকে পেয়ে রীতিমতো নাকানি চোবানি খাওয়ালো তারা।
এদিন ম্যাচে হেরে এবং এক ম্যাচ কম খেলেও দ্বিতীয় স্থানে থাকা লিলের থেকে ১৭ পয়েন্ট এগিয়ে রইল পি এস জি। তবে পি এস জির এই বড় হারে বেশ ক্ষুদ্ধ ফরাসি তারকা কিলিয়ন এম্বেপে। এবং তিনি জানান যে ” আমরাই এবারের চ্যাম্পিয়ন হয়ত, তবে এর মধ্যেই এরকম বড় হার বেশ চাপের, এবং ব্যাক্তিগত ভাবে কেউই চায়না এরকম ২.৩,৪ বা ৫ গোলে হারতে”। তিনি আরও জানান যে ” ফুটবল হয় মাঠের খেলা, আজ আমরা বিগিনার্স দের মতো খেললাম। বুধবার লিগের আরও একটি মাচ আছে, তার দিকে ফোকাস করা উচিৎ, আর এরকম বড় ব্যাবধানে যাতে হার না হয় তার দিকে বিশেষ নজর দেওয়া উচিৎ”।