সুমিত, কলকাতাঃ তৃতীয় মাসিক স্ক্রিনিং সম্পূর্ণ করল ক্রাউন উড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ৭ এপ্রিল রোটারি সদনে অনুষ্ঠিত হল ক্রাউন উডের তৃতীয় মাসিক স্ক্রিনিং। তৃতীয় মাসের সাবমিসান চোখ কাড়ল সিনে মহলে। কারন তৃতীয় মাসে প্রায় ১০০ এর উপর ছবির সাবমিশান পেয়েছিল ক্রাউন উড। তাঁর মধ্যে ৩৪ টি ছবিকে উইনার ঘোষণা করেছে ক্রাউন উড কতৃপক্ষ। এবং এর মধ্যে ১১ টি ছবি প্রদর্শিত হয় রোটারি সদনে।
ছবি দেখতে উপস্থিত ছিলেন প্রচুর দর্শকের পাশাপাশি একাধিক পরিচালক এবং ছবি বিশেষজ্ঞরা। ক্রাউন উডের এই স্ক্রিনিং নিয়ে বেশ উচ্ছ্বসিত বলিউডের একাধিক পরিচালক সহ সিনে প্রেমিরা। ভারতবর্ষ ছাড়াও আর্জেন্টিনা, ক্যানাডা, পোর্টুগাল, জার্মানি, অ্যামেরিকা মতো দেশের অ্যাওয়ার্ড উইনিং ছবি প্রদর্শিত হয় এই দিনে।
ক্রাউন উডের চেয়ারপার্সন পূজা চক্রবর্তী ভুনিয়া জানান যে “ দ্বিতীয় মাসের স্ক্রিনিং এ ভারতবর্ষ থেকে ১০ টি ছবির সাবমিশান পেলেও তৃতীয় মাসের স্ক্রিনিং এ আমরা ২০ টির উপর সাবমিশান পেয়েছি”।