নিউজ ডেস্কঃ রাফালে হাতে পাওয়ার পর এয়ার ডিফেন্সের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে ভারত। কিন্তু এখনও পঞ্চম জেনারেশানের প্লেন হাতে আসেনি ভারতের। অন্যদিকে অ্যামেরিকা ১৯৯৭ সালে পঞ্চম জেনারেশানের প্লেন এফ ২২ র্যাপ্টর লঞ্চ করেছিল। কিছুদিনের মধ্যেই ষষ্ঠ জেনারেশানের প্লেন লঞ্চ করবে। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে কেমন হবে এই ষষ্ঠ জেনারেশানের প্লেন।
Previous Post: পৃথিবীতে সবচেয়ে সুন্দরী টেনিস তারকারা। দেখলে অবাক হবেন