ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে কতোটা ক্ষতি হতে পারে?পরমাণু বোমা ধ্বংসের দৃশ্য sumit 23rd January 2020 0 নিউজ ডেস্কঃ হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি পরমাণু বোমা নিক্ষেপের পর কি অবস্থা হয়েছিল তা দেখেছে গোটা বিশ্ব। শুধুতাই নয় দুটো শহর পুরোপুরি ধ্বংসের পাশাপাশি একটা জনজাতি শেষ হয়ে গিয়েছিল।