নিউজ ডেস্কঃ রাশিয়ার একের পর এক অস্ত্র আবিস্কার সত্যি অবাক করেছে গোটা বিশ্বকে। বিশেষ করে এস ৪০০ এর মতো অস্ত্র। আর সেই আবিস্কার করার পর একাধিক রাষ্ট্র চাপের মুখেও পড়েছে। ঠিক তেমনই আবিস্কার করেছে তারা এস ৫০০। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে রাশিয়া কি পদ্ধতিতে যুদ্ধ করে?